আব্দুল লতিফ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সিংহচালা গ্রামে তার বাড়ি সে বেশি দূর পড়া লেখা করতে পারেনি দশম শ্রেণীতেই ঝরে পড়েন। তার মনে ছোট থেকেই কাজ করত মানুষের সেবা কি ভাবে করা যায় এবং বৃক্ষ কৃষি তাকে সব সময় টানত। টাঙ্গাইলের একজন কৃষক টাঙ্গাইল জেলা সাদা মনের মানুষ চ্যানেল আই বর্ষ সেরা কৃষক প্রকৃতি বিজ্ঞানী ইউরিয়া সার স্প্রে প্রযুক্তি আবিষ্কারক এবং একাদশ দ্বাদশে জীবন ব্যবস্থাপনা ও সংগঠন বইয়ে তার সফলতার গল্প তুলে ধরা হয়েছে। সে চাষা আব্দুল আজিজ কোম্পানির সাথে দীর্ঘ দিন এক সাথে থেকে কৃষির জন্য কাজ করেছেন মূল উদ্যেশ্য ছিল বিষ মুক্ত কেমিক্যাল মুক্ত জৈব প্রক্রিয়ায় কি ভাবে নিরাপদ ফসল চাষ করা যায় নিরাপদ খাদ্য সুস্থ্য জীবন এটাই ছিল স্লোগান। চাষা আব্দুল আজিজ কোম্পানী প্রতি বছর কৃষক মিলন মেলার আয়োজন করত, নির্ধারিত দিনটি ছিল পহেলা বৈশাখ এ অনুষ্টানের উপস্থাপনা এবং এক মাস আগে থেকে প্রস্তুতির সকল কাজ সম্পন্ন আব্দুল লতিফ করত ।
এ অনুষ্টানে বাংলাদেশের মধ্যমনিরা অতিথি হয়ে আসত বিশেষ করে নিয়মিত অতিথি ছিল নাট্যোকার মামুন অর রসিদ এই কৃষক মিলন মেলায় সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী এডভোকেট তারানা হালিম সাবেক কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহদয় জেলা প্রশাক সহ সারা বাংলাদেশের গুনিজনরা উপস্থিক থাকতেন। এই অনুষ্টান ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে তারপর করোনা মহামারীর কারনে এবং পহেলা বৈশাখ রমজান মাসে হওয়ায় অনুষ্টানটি করা আর সম্ভব হয়নি। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই কৃষক মিলন মেলার মূল উদ্যেশ্য কৃষি কে আরও বেশি দুর এগিয়ে নেয়ার চেষ্টা এবং নিরাপদ খাদ্য উৎপান কি ভাবে করা যায় সে বিষয়ে সচেতনতা মূলক আলোচনা সহ দেশের জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় কি কি উদ্যোগ গ্রহন করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়া। কৃষক মিলন মেলায় প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম হত প্রত্যেক সাধারন দর্শকদের বিনামূল্যে সবজির খিচুরি পরিবেশন করা হত সাথে একটি করে সবাইকে ফলজ বৃক্ষের চারা উপহার দেয়া হত মেলায় কৃষকদের অংশ গ্রহণে জারি গান ধোয়া গান সারি গান উপজাতিদের জুম নিত্য লাঠি লেখা পরিবেশন হত এবং এই কর্ম কান্ড দেশের সকল টিভি চ্যানেল প্রচার হত।
১৮ সালের পর যেহেতু আর কোন মেলা হয়নি তখন আব্দুল লতিফ একটি ফেজবুক পেইজ এবং একটি ইউটিউব চ্যানেল খুলেন চ্যানেলের নাম Khandokar Agro Fram এই চ্যানেলে কৃষকের কাংখিত ফসল চাষাবাদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে প্রতিবেদন তৈরি করে প্রচার করেন এতে করে কৃষক জানতে পারে কোন ফসল করে লাভবান হওয়া যাবে আর কোন ফসল করা যাবে না।এই পেইজ এবং চ্যানেলে যেমন কৃষকের উপকার হচ্ছে তেমনি করে এখান থেকেও মনিটাইজেশন এর মাধ্যমে অনেক টাকা উপার্জনও করছে এবং দেশের মানুষের কাছে একজন পরিচিত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত লাভ করছে। আব্দুল লতিফ পেশায় একজন সুদক্ষ ইলেক্ট্রিক এবং প্লাম্বার মিত্রি তার এই কাজের পাশাপাশি এসব কাজ করে থাকেন সমাজের যোবকদের পড়াশোনার পাশাপাশি পরিবারের চাহিদা মেটানোর জন্য পারিবারিক কৃষি খামার তৈরি করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শে লেখাপড়া শেষে অনেক যোবক কৃষি ফ্রাম ও ব্যবসা করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন অনেকেই এখন লিমিটেড কোম্পানি লাইসেন্সও নিয়েছেন তাদের উৎপাদন মুখি কৃষি ব্যবস্থা কে সারা বাংলাদেশে ছরিয়ে দিবে শত শত বেকার যুবক যুবতির কর্ম সংস্থানের ব্যবস্থা করেছেন। আব্দুল লতিফ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে হটাৎ দেখা হলে তাদের সুযোগ পেলেই বলেন উৎপাদন মূখী শিক্ষা অর্জন কর কলেজের ছুটি পেলেই বাড়িতে কিছুনা কিছু কর বাড়ির আঙ্গিনায় বাসার ছাদে ছোট পরিসরে বিভিন্ন শাক সবজি চাষ কর চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও এখন যে ছোট ছোট কাজ করবে চাকরি না হলেও এই ছোট কাজই একদিন বড় হয়ে ধরা দেবে। আব্দুল লতিফ তার পরিচিত শিক্ষক প্রফেসরদের বলেন স্যার ছেলে মেয়েদের উৎপাদন মুখী শিক্ষার দিকে একটু নজর দিবেন তাদের কে উৎসাহিত করবেন। কেউ যেন মুখাপেক্ষী হয়ে বেঁচে না থাকে তাদের কে আগে থেকেই তৈরি করে দিন যাতে করে তারা ভবিষ্যতে চাকরি নামে গোলামি থেকে নিজেদের কে তৈরি করতে পারে।
Leave a Reply