খালেদা জিয়ার আক্বীদা:নিরপেক্ষ কোন মানুষ নেই।হয় পাগল নতুবা শিশু নিরপেক্ষ হতে পারে।তাহলে ড.ইউনুস আবার নিরপেক্ষ কেমনে হলেন? নিরপেক্ষ নন বলেই ক্ষমতার চেয়ারে বসে খালেদা জিয়ার সাজা মওকুফ করে মুক্তি দেন। তাহলে আাক্বীদা সঠিকই তো আছে।
অপরদিকে যে কারণে বার বার গণতন্ত্র হত্যা ও দাবীরত নিরীহ ছাত্র জনতা খুন শহীদ হলেন তার সুরাহা না করে তড়িঘড়ি নির্বাচনের দাবী মামুবাড়ীর আবদারের মতো মনে হচ্ছে।
দেশের জনগণকে ধোঁকায় ফেলার মতো পরিস্থিতি তৈরীর পাঁয়তারা করছেন বিএনপির নেতৃত্ব। তড়িঘড়ি নির্বাচনের দাবী ধোঁকাবাজ রাজনীতির নামান্তর।
কাকে ভয় পায় বিএনপি
***********************
সংবিধানের আরবী বিসমিল্লাহ বনাম বাংলা ভাষায় তর্জমা কৃত বিসমিল্লাহ। প্রথমটি বিএনপির আর দ্বিতীয়টি আওয়ামী লীগের। এরা আসলেই একই মুদ্রায় এপিঠ
ওপিঠ।ইসলান এদের অপছন্দের বস্তু। কারণ চুরি চামারি আর দূর্নীতির সাথে ইসলাম যায় না। তাই দু’পক্ষই যেহেতু ইসলামের শাসনকে ভয় পায় তাহলে এরা কাকে ভ পায়?
মুলত ইসলামকে ভয় পেলেও ইসলামপন্থী দলগুলোর কিন্তু রাষ্ট্র সরকার গঠন করার ক্ষমতা যোগ্যতা এখনো হয়নি। তবে সাধারণ মানুষ ইসলামই চায়।
ঠকবাজ আর প্রতারক রাজনীতির অন্যতম হাতিয়ার হলো পরিপূর্ণ জীবন বিধান ইসলামের সংবিধান কায়েম না করে বিসমিল্লাহ একটা প্রহসন। জাতি এটা বুঝে ফেলেছে।তাই এবার এ বিষয়ে পরিপূর্ণ সমাধান করতে হবে সংষ্কারের মাধ্যমে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply