বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবস ২০২৪ এর প্রতিপাদ্য হলো
‘ডায়াবেটিস এবং সুস্থতা’।
বিশ্ব ডায়াবেটিস দিবস হলো প্রতি বছর আয়োজিত সবচেয়ে বড় ডায়াবেটিস সচেতনতামূলক প্রচারাভিযানগুলির মধ্যে একটি। যার উপস্থিতি ১৬০ টিরও বেশি দেশে পৌঁছেছে এবং এর সচেতনতা প্রচারের মাধ্যমে ১০০কোটিরও বেশি মানুষের জীবনকে প্রভাবিত করে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এর তথ্য অনুসারে, বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ংকর। বাংলাদেশের প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। সারা বিশ্বে প্রতি ১০ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের মোট সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম (৮ম)। বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্ত বয়স্ক (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি ২ জনে ১ জন ব্যক্তি জানে না যে তার ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ২০ হাজারের বেশী শিশু ডায়াবেটিস আক্রান্ত যাদের গড় বয়স (১০-১২) বছর।
ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা।
ডা: সাদিয়া আফরিন
MBBS, CCD( BIRDEM),DMU,MPH
ডায়াবেটলজিষ্ট
Ex-সিনিয়র মেডিকেল অফিসার
ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ
বি.আই.এইচ.এস জেনারেল হাসপাতাল, ঢাকা।
চেম্বার:১.বাংলাদেশ ডায়াবেটিক হেলথ কেয়ার লি:,সাভার, ঢাকা।
চেম্বার:২.”ডায়াবেটসা”
ডায়াবেটিস বিশেষজ্ঞ চেম্বার
সাভার,ঢাকা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply