এমন করে শতাব্দীকাল বৃষ্টির ফোয়ারায়
ভাসতে থাকুক তোমার পৃথিবী
তোমার সমস্থ পথ প্রান্তর
সাগর মহাসাগর।
ভিজতে থাকুক থৈ থৈ করে
দমকা হাওয়ার ছোবলে
তোমার এলোমেলো অভ্যন্তর।
আমি আদি কালেও শুধু তোমায় ভিজিয়েছি
স্নিগ্ধ ময় সকাল উপহার দিতে দিতে
তোমায় রজনীতে পৌছিয়ে দিয়েছি,
আবার ও একটা সুন্দর পৃথিবী চাই তোমার জন্য
খুব সুন্দর, অপুর্ব সুন্দর, শুভ্রতায় পরিচ্ছন্ন।
একটা নতুন চমক আসুক সেই বিশুদ্ধ সুন্দরে,অতি চমৎকার একটা চমক।
আবার ও একটা সুন্দর বরিষণ চাই তোমার জন্য,
একটা পাথুরে মমি চাই,
একটা জঘন্য সুন্দর বনানী চাই
চাই একটা নিভৃত অস্তাচল
একটা বহুগামী মৃন্ময়ী
তোমার পায়ে পরাতে শিকল
শুধু তোমায় করতে পরিপূর্ণ।
Leave a Reply