তুমি ছিলে ভালোবাসার অবগুণ্ঠনে নিভৃতচারি
ফাগুন ধারায় উদ্ভাসিত ভোরের শিশির।
সোনালী আভায় রং তুলি জীবনের ছবি
তোমার অবিচ্ছিন্ন তনুর সুঘ্রাণ আজও আছে —
স্বপ্নের ভৃঙ্গা ধূসর বর্ণছায়ায়।
তমাল তরুর আম্রকাননে পুষ্পের শীতল ডানায়
তুমি ছিলে গুঞ্জনের উচ্ছ্বসিত বৈভবে প্রতিবিম্ব
স্মৃতির কল্পনার কারুকার্যে বৈদগ্ধ্য তোমার সৃজন।
তোমার মুখপাড়া সোনালী আবীর ছড়িয়েছে বসন্ত- কাননে!
সাদা মেঘ পানসি উড়ায় আলো ঝর্ণা ধারায়।
মখমলের ওড়না পরে লহর খেলে কাশফুলে
তবুও ফাগুনঝরা দিনগুলো হারিয়েছে ক্লান্ত প্রহরে!!
Leave a Reply