1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

# পৌষ_এর_রোদ্দুর # আজমেরিনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮১ বার
কত বিচিত্র রহস্য চারিদিকে…!
এই রহস্যের মধ্যে দিয়েই এঁকেবেঁকে চলে যাচ্ছে জীবন তার একান্ত আপন স্বপ্নগুহার দিকে।
আসন্ন দিবালোকের নিবাত নির্লিপ্তিতে –
ফাগুনের কচি পাতার গন্ধ ভাসে,
আমার চারপাশের কত দ্রষ্টব্য দিশা হারায় !
সময়ের চলমান ডানায় জীবনের সব আয়োজন সাঙ্গ করে চলছে জীবনাবসানের গোপন প্রস্তুতি…।
আমার অতি কৌতুহলী মন তার স্বরুপ উদঘাটনে –
রহস্যময়তার দিগন্তবেলায়, জীবনের ধূসর প্রান্তরের অতি সুক্ষ্ম সুক্ষ্ম খন্ডচিত্র আবিস্কার শেষে –
ক্লান্তাবেশে তার পর্ণকুটিরে ফেরে।
আমার চতুর্দিকে কত শিমুল -পলাশের গন্ধরা এসে ভেসে থাকে-
নীলাম হয়ে যাওয়া কত রজনী কাঁদে-হাসে…
অশরীরী, সব আশ্চর্য বোধি-তে।
এমনই নিস্তরঙ্গ , নির্মোহ অনুভূতির অসীম বৃত্তের মধ্যে দাঁড়িয়েও আমার ক্লিষ্ট মস্তিষ্ক সোনালী অতীত আর স্বপ্নময় ভবিষ্যৎ এর বর্ণাঢ্য চিত্র ধারণ করতে থাকে…
পৌষের বিকেলের মত এমন এক কারুণ্য এসে
জীবনকে আরও বেশি আন্দোলিত করে যায়
বেনারসী-জড়ানো প্রকৃতি এসে উন্মোচিত করে দিয়ে যায় জীবনের আলো -হাওয়া-ব্যপকতার মানে…
অতঃপর
আমার জানালার গ্রীলে ধরা দিতে আসে কিছু “হিরন্ময় সুখ “
তারপর রোজকারের চায়ের কাপে ধোঁয়া হয়ে
হাওয়া হয়ে মিলিয়ে যায় তারা…!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..