দেখেছি তোমার মায়াভরা মুখ
দেখেছি তোমার গভীর ভালোবাসায় ভরা ডাগর দু’টি চোখ
কখনো কখনো ঐ মুখে চাঁদের আলো করেছে খেলা
কখনো পৃথিবীর সমস্ত ফুলেরা একহয়ে করেছে মেলা…
তোমার ঐ দু’টি চোখে ছিলো প্রশ্রয়মাখা শাসন
সেথায় একত্রে করতো খেলা সকল মায়ার বাঁধন।
তোমার বুকের ওমে, গলে যেতাম মোমের মত
তোমার সান্নিধ্য ছিলো হাতে পাওয়া স্বর্গেরই মতন।
তোমার উপস্থিতি ভুলিয়ে দিতো সব কষ্ট-যন্ত্রণা
তোমার ভালোবাসা প্রশ্রয়ের ছিলো না কোন সীমানা
বিধাতার শ্রেষ্ঠ সৃস্টি তুমি, তোমার পাশে সব মলিন
তোমার মাঝে জীবন দিয়ে স্রষ্টা নিজেকে করেছে ঋণী।
যে কোন দুঃখ যে কোন কষ্ট ভুলার জন্য তোমার একটু ছোঁয়াই যথেষ্ঠ
মলিন মুখের একটু হাসিতেই তুমি হয়ে যাও তুষ্ট।
অভিযোগ-অনুযোগ বিহীন তোমার সাদাসিধে জীবন
ভালোবাসার হাতটি মাথায় তুমি রেখো আজীবন।
Leave a Reply