চুপি চুপি তুমি এলে – – – শাহনাজ পারভীন মিতা
-
আপডেট টাইম :
রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
-
৩৮৬
বার
চুপি চুপি তুমি এলে
সেই একাকী নির্জন প্রহরে,
যেখানে শুধুই একলা আমি
শূন্যতার মাঝে ছবি আঁকি,
কত রঙ ছড়িয়ে দিই
তুলির আঁচড়ে জল রঙে ।
কখনও জলদ মেঘ উড়ে আসে
মুছে দেয় সেই পূর্ণতা,
আবার আমি শূন্যতার মাঝে
খুঁজে ফিরি সেই রঙতুলি।
তখনই তুমি সামনে দাঁড়ালে
জলদ মেঘ আড়াল করে,
বললে আঁকো যত পারো।
তোমার শূন্যতার ক্যানভাস
পূর্ণ কর পূর্ণ কর!
আছি তেলরঙের ক্যানভাসে
তোমার তুলির আঁচড়ে,
শূন্যতার অসীম প্রহরে।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply