বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজন অবহিতকরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে বিএইচবিএফসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ডঃ নাহিদ বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন।বিএইচবিএফসি’র সেবা বিতরণ প্রক্রিয়ার অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে সরকারের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)র আওতায় এ ধরনের অবহিতকরণ সভা আয়োজন করা হয়ে থাকে।ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিএইচবিএফসি’র শাখা অফিসসমূহের উল্লেখযোগ্য সংখ্যক ঋণ গ্রহীতা ও সেবা প্রত্যাশী নাগরিক এবং প্রতিষ্ঠানটির উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply