কী অদ্ভূত অন্ধকার
দিবানিশি গ্রাস করছে আমায়!
সেই পুরনো আমি আজকাল
নতুন আমিকে খুঁজে খুঁজে ক্লান্ত।
অলিতে, গলিতে, চেনা শহরের অচেনা পথে,
কাব্য থেকে উপন্যাস,
হৃদয়ের এপাশ, ওপাশ।
সবখানে তন্নতন্ন করে খুঁজে খুঁজে দিশেহারা!
কিন্তু তুমি যে বুকের খুব কাছে বিঁধে আছো
ক্যাকটাস হয়ে তা তো বুঝতেই পারিনি!
একটুও অনুভবে আসেনি তুমি আর আমার নও,
তুমি এখন অন্য কোথাও… অন্যকারো…..
কেবলই প্রাক্তন!
Leave a Reply