বেলা শেষে নেমে আসে গোধূলী,
লিখা আছে জীবনের পান্ডুলিপি।
জীবনের তাগিদে খেটে যেতে হয়,
যদিও কেউ কারো নয়।
আবছা আলোয় দেখা যায় নিজের ছায়া,
স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়ায় মায়া।
চোখে মুখে বিষন্নতার ছাপ,
মানুষ জেনেও করে অনেক পাপ।
বেলা শেষে জীবনের হিসেব নিকেশ,
আধো আলো আধো নিরুদ্দেশ।
ভালো থাকার জন্য প্রতিনিয়ত ধরছে,
অনেকে ছদ্মবেশ।।
Leave a Reply