পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে অভ্যস্ত করে নেয়া খুব কষ্টের হলেও
মানিয়ে নিতে পারলে নিজেকে সুখিই মনে হয়…
সাধারণত আমরা সবসময় অন্যের উপর দোষ দিয়ে নিজের দূর্বলতাগুলো ঢেকে রাখার কুটিল চেষ্টায় লিপ্ত থাকি…
ভুলে যাই অন্যে না জানুক, সত্যটা নিজে তো জানি!
কখনো কি আয়নায় কিংবা শাওয়ার ছেড়ে গোসলে দাঁড়ালে সে সত্য মনে নাড়া দেয় না? কষ্ট হয় না? হয় নিশ্চয় হ্য়…
তবে?
কি লাভ নিজেকে ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দেয়া গেলেও নিজেকে ফাঁকি দেয়া যায় না
এ কথা ভুলে যেও না, ও আমার প্রাণ পাখি ময়না।
কিছু কিছু সময় থাকে হয়ত কারো নির্দেশ আদেশ উপেক্ষা করা যায় না
যা পরবর্তিজীবনে অনেক ভুল বলে প্রমাণিত হলেও কিছু করার বা বলার থাকে না…
তবুও সে অবস্থায়ও কাউকে দোষ দেয়া যায় না!
বর্তমানকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টার নামই জীবন।
কখনো সুখে কখনো দুঃখে, কিছু মানুষকে পাশে পাবেন কখনো পাবেন না
এর নামই তো জীবন,
জীবনের চেয়ে বড় নাট্যশালা পৃথিবীতে আর কোনটাই নেই।
কখনো হাসি কখনো কান্না
কখনো খালি পাতিল কখনো রান্না
কেউ সফল কেউ ব্যর্থ
এইতো সীমাহীন জীবনের পথ চলা,
নিজের জীবনটাই পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যশালা!
Leave a Reply