1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ক্লান্তির অবসান ### নেহার খাঁন কল্পনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৫ বার
ক্লান্ত শরীরের রাতের অবসানে জমানো সেই কষ্ট গুলো মুছে যাবে জানি একদিন,
স্মৃতির আড়ালে রয়ে যাবে শুধু মিথ্যা অনুভূতি গুলো!
জীর্ণদশা কেটে যাবে তবে রয়ে যাবে ব্যথায় ভরা আঁখি জল, নিভে যাবে জমানো স্বপ্ন বোনা ;
পরাজিত হয়েও জীবন যুদ্ধে!
ক্ষণিক জীবনের তরে নতুন স্বপ্নগুলো
করছি বপন ভালোবাসা আর মিথ্যা মায়া মমতায়!
শুধুই গড়ে ছিলাম ভবের সোনার তরী
হে মোর আপনজন ক্ষমা করে দিও
বিদায়ের লগ্নে আমাকে ক্ষমা করো
হে পৃথিবীবাসী!
ক্ষমা করে দিও আমায় পারিনি আমি মিথ্যা মায়ার বাঁধনে বেঁধে নিতে,
কল্পনার ডানায় পাখা লাগিয়ে স্বার্থপরের মতো
কতো অজানা পথে নিজের আকাশের মাঝেই নিজেই উড়েছি অবিরত!
স্বপ্ন বুনেছি স্বপ্ন হারা পাখির মতো খুঁজেছি, কতো অবস্তুগত ব্যর্থতা চারদিকে ঘিরে ধরেছে।
সুখের খোঁজে চলেছি, পেয়েছি দুঃখের দেখা
অশ্রু ভেজা চোঁখের কোণে হারিয়েছি অবুঝ হৃদয়ে বেঁধে ছিলাম মিথ্যা অনুভূতি!
নিজের কর্মের ফসল জেনেই মেনে নিয়েছি
কষ্ট গুলো আপন হৃদয়ের অনস্তিত্বের মাঝে,
জীবনের শেষ লগ্নে আবারো করছি মিনতি
ভুল করে যদি দিয়ে যাই কষ্ট ক্ষমা করো
হে পৃথিবীর মহান মানব শ্রষ্ঠ জাতি,
জানি হবে ক্লান্তির অবসান শেষ হবে আজ সবই
বিদায়ী ডাকে জেগে উঠবে আমার এই
মৃত্যু দেহখানি, বিদায় বেলার সুরের ধ্বনি
বাজবে আমার হৃদয়ের ক্যানভাসে;
বিষাক্ত মরণ ব্যাধি হামলায় নিভে যাবে আশার আলো।
শুধু স্মৃতির পাতায়,,কল্পনার অশ্রু ঝরে যাবে,
নদী প্রবাহিত পানির সাথে মুছে যাবে লতা
পাতার মতো পচে যাবে অজস্র ঘোলা জলে
ধীরে ধীরে নিঃশব্দে গলে যাবে অথই
জলের গভীরে; শুধুই শূন্যতায় ভরিয়ে
দিবে নৈঃসঙ্গ্যতায়!
০১/১২/২০২০ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..