কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিজয়ের কবিতা উৎসব।
কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি ও ছাড়াকার তৌহিদুল ইসলাম কনক উপস্থাপনা ও পরিচালনা করেন।কবি সংসদ বাংলাদেশের নির্বাহী সভাপতি কাপ্তান নূর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় জেগে থাকো বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি ও গীতিকার এমআর মঞ্জু, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার পল্লীকবি জসীমউদ্দীনের ঢাকার বাড়িতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লায়নঃঃ মোহাম্মদ গনি মিয়া বাবুল, প্রধান আলোচক ছিলেন কবি আসাদ কাজল,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সালাউদ্দিন বাদল। কথা সাহিত্যিক হালিমা বেগম,নজরুল গবেষক মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী, শিশু সাহিত্যিক শাজাহান আবদালি, খুরশিদ আনোয়ার জসিম উদ্দিন, সব্যসাচী ফারুক প্রধান, কবি শেখ আব্দুল হক চাষি, কবি ও সাংবাদিক অশোক ধর, কবি নিত্য গোপাল বিশ্বাস, আলোচনায় অংশ নেন কবি রেবেকা রেবা, কবি সুবর্ণা দাস, কবি আহমেদ মনির, রোকেয়া মুন্নি, সহেলী মল্লিক, কবি ও আবৃত্তিকার রাজিয়া রহমান, ভারতের অতিথিরা কবিতাও গান পরিবেশন করেন রিনা রায়, ডক্টর দুতি দত্ত গুপ্ত, আলোচনা এই অংশ নেন সাংবাদিক ওমর ফারুক জালাল, কবিতা পাঠ করেন নাসরিন গীতি। কবিতা আবৃত্তি করেন মেহেরপুর জেলা সমন্বয়কারী কবি নুর আলম, কবি রওশন আরা, আলোচনায় অংশ নেন গীতিকার রবিউল হাসান,কবিতা পাঠ করেন আব্দুস সালাম চৌধুরী, সেলিম খান, জুলফিকার স্বপন প্রমূখ।
Leave a Reply