তুমি বলতে পারো কি হয়েছে তোমার?
হঠাৎ কেন এমন এলোমেলো?
সব কিছু তছনছ করে,
তবে কেন ফিরতে চাইলে?
আমি বরাবরের মতো নির্বাক।
প্রচন্ড ভাবাবেগ নিয়ে যন্ত্রনার অতল গহবরে,
ক্রমাগত তলিয়ে যাচ্ছি।
তবুও মুখ ফুটে বলা হলোনা
সে না বলা কথাটি, শত চেষ্টা করেও।
কোন্ সে নীল সুতা আমাকে বারবার টেনে ধরেছে
তা আমি আজও খুজে পাইনি।
বরাবরের মতো আমি,
টকটকে লাল অগ্নিকে স্পর্শ করে
এগিয়ে যেতে চাইলেও কোন এক প্রচ্ছন্ন ছায়া,
আমাকে তোমাতে পৌছাতে দেয় না।
না আমি কখনও তোমাকে অভিশাপ দেইনি,
অথবা না পাওয়ার বেদনায় দায়ী করিনি;
শুধু ভেবেছি এই কি তবে নিয়তি?
Leave a Reply