1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
# আহারে # খোরশেদ ।। সমাজে নতুন অপরাধী চক্র তৈরী হচ্ছে কিন্তু ভবিষ‍্যতে এদের রক্ষা করবে কে??।। – – – আশিক ফারুকী “অতঃপর” __ সালমা আক্তার বীরাঙ্গনা নই আমি মুক্তিযোদ্ধা – – – শাহনাজ পারভীন মিতা জলপাই রঙের স্বাধীনতা – – – আরিফুল হাসান প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান – – – স্বাধীন আজম –   টাঙ্গাইল জেলা প্রতিনিধি, স্বপ্নমায়া – – – – মাহজাবীন আহমেদ বুড়ি মরে গেল – – – মোঃ আবদুল্লাহ ইউসুফ ইমাম প্রযুক্তির দুনিয়ায় শিক্ষার্থীদের এখন উন্নত জীবন গড়ার দারুণ সময়:– ————–টিপু সুলতান লেখক ও সমাজ চিন্তক ডায়াবেটিস নিয়ে সচেতনতাই পারে ডায়াবেটিস রোগ নির্নয় ও রোগের চিকিৎসা এবং সঠিক ব্যবস্থাপনা – – – ডা: সাদিয়া আফরিন 

অনুগল্প: টিকটিকির টিক্ টিক্ – – – : প্রিতময় সেন, খাগড়াছড়ি।

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার

একটা গ্রামে গল্টু নামের একটা ছেলে আছে। সে অনেকটাই অলসপ্রকৃতির।  পরিশ্রম না করেই সে সফলতাকে ছুঁতে চায়। গ্রামের মধ্যে তাদের একটা ছোট বাড়ি আছে৷ মা, বাবা আর ভাইকে নিয়ে তার পরিবার। তার মা খুবই কুসংস্কার প্রবল।

তাদের বাড়িটি ছিল বেশ পুরনো। অনেকদিন মেরামত করা হয়নি। গল্টুর বাবা ছিল সেই গ্রামের একজন দিনমজুর। দিনে এনে দিনে খাই। তাদের বাড়িটি মেরামত করতে গেলে যা খরচ হবে, তা তাদের সাধ্যের বাইরে। যার কারণে বাড়ি মেরামতের চিন্তা করাও একপ্রকার বোকামি।

বাড়ি পুরনো হওয়ায় বিভিন্ন পোকামাকড়ের উৎপত্তি ঘটে তাদের বাসায়। তাদের মধ্যে ছিল টিকটিকি। যা কিছু সময় পরপর টিক্ টিক্ শব্দ করে। গল্টুর মা বিশ্বাস করেন, কোনো কথা বলার পর টিকটিকি যদি টিক্ টিক্ শব্দ করে তাহলে ওটা সত্যিই ঠিক।

গল্টু এবার ক্লাস ৯ এ উঠেছে। পড়াশোনায় কিছুটা মনোযোগী হলেও অলসতার কারণে সে পড়তে বসতে চায় না। পড়তে বসলেই নাকি তার ঘুম আসে। তাও পরিবারের কথা ভেবে,  তার মায়ের কথা ভেবে সে পড়াশোনা চালিয়ে যায়। তার মনে জেদ আনে যে, পড়াশোনা ভালোভাবে করলেই একদিন সে প্রতিষ্ঠিত হতে পারবে। তার পরিবারে সুখ- শান্তি এনে দিতে পারবে।

একদিন তার বন্ধুরা মিলে ঠিক করলো তারা সবাই পিকনিকে যাবে৷ গল্টু তার মাকে বলতে আসলো, তার বন্ধুরা পিকনিকে যাচ্ছে।  গল্টুও যেতে চাই তাই কিছু টাকার প্রয়োজন। গল্টুর মা বললো, এখনতো আমাদের এত সামর্থ্য নেই যে তোকে পিকনিকে যাওয়ার জন্য টাকা দিবো। তবে আমি বলছি, একদিন তুই অনেক বড় হবি, তুই টাকার উপর ঘুৃমাবি। সঙ্গে সঙ্গে টিকটিকি টিক্ টিক্ শব্দ করলো এবং মা বিশ্বাস করতে লাগলো,  এটা সত্যি হবে। গল্টু এদিকে খুশির ঠেলায় পড়াশোনাকে বিদায় জানিয়ে দিলো। সে ভাবতে লাগলো,  আমিতো একদিন সত্যি সত্যিই বড় মানুষ হবো। তাহলে এই পড়াশোনা করে কি হবে।
এরপর যখন ( ২/৩ মাস পর) তার পরীক্ষা শুরু হলো এবং পরবর্তীতে ফলাফল আসলো। তখন দেখা গেলো, গল্টু পরীক্ষায় একদম কম নম্বর পেয়েছে।

শিক্ষা : টিকটিকির এই টিক্ টিক্ শব্দ করাকে এখনো আমাদের গ্রামীণ সমাজে অনেকে বিশ্বাস করে থাকেন। তবে এটি মূলত কুসংস্কার। আপনার সফলতা কখনোই জাদু দ্বারা আসবে না, পরিশ্রম করে যাবেন তাহলেই সফলতা আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..