২০০৫ সালের ৫ আগষ্ট ২জন কপোত কপোতি করেছিল যাত্রা এক অজানা গন্তব্যে এক ডিঙ্গি নায়,
এই নায়ের যাত্রী ছিল তারা ২জন।
আরো সহযাত্রীর তারা করেছিল আশা,
খোদা তাদের সেই আশা রেখেছে আজও অপূর্ন।
এখনও তারা যাত্রী ২জনই তাদের কোন সহযাত্রী নাই,
পাল তোলা ডিঙ্গি নায় একজন আছে হাল ধরে বসে।
আর একজন শুধু দিক নির্দেশনা দিচ্ছে,
এভাবে চলছে নৌকাটি।
যে দিক নির্দেশনা দিচ্ছে সে মাঝে মাঝে হাল ধরতে চাচ্ছে,
হাল ধরা মাঝি তার কষ্ট হবে ভেবে না দিয়ে বলছে তুমি যে কাজ করছ ঐটিই কর।
তোমার হাল ধরতে হবে না,
নৌকাটি এখনও চলছে অজানা গন্তব্যে।
৫ আগষ্ট আসবে প্রতি বছর,
প্রতি বছর তাদের জীবনের হালখাতায় নতুন কত কি যে হিসাব কষবে তারা ২জন।
২০২০ এর ৫ আগষ্ট এভাবে চলতে চলতে ১৫টি বসন্ত পার হয়ে গেল,
এখনও পর্যন্ত কোন সহযাত্রীর দেখা মেলেনি।
কত ডাক্তার,বদ্যি,কবিরাজ,
দেশ বিদেশের খ্যাতনামা বড় বড় ডাক্তার দেখিয়েও কোন সহযাত্রীর সন্ধান পাওয়া গেল না।
আজও চলছি আমরা ২জন কপোত কপোতি,
আমাদের এ যাত্রা কোথায় শেষ হবে আমরা তাহা জানিনা।
আমাদের এ যাত্রা চলছে এক অজানা গন্তব্যের পথে,
এ যাত্রা পথে যে কেউ একজন হয়তো যাবে হারিয়ে।
আর একজন হয়তো দুঃসহ যন্ত্রনা সয়ে কাটিয়ে দিবে তার শেষ সীমানা পর্যন্ত,
১জন বিনে বাঁচা হয়তো কষ্ট হবে তারপরও বাঁচতে হবে আর একজনকে।
যদিও ২জনে খোদার কাছে করছি প্রার্থনা,
আমাদের ২জনকে একসাথেই যেন শেষ বিদায় নিতে হয়।
০৪/০৮/২০২০ দুপুর ৩.৩০মিঃ
Leave a Reply