জীবন তো পলক নয় এ জীবন প্রেমের উপাস্যলয়।জীবন লোকে অনুরাগ হয় অভিনিবেশ।প্রীতি থেকে প্রস্ফুটিত অনুভুতি মহাপলয়া ঢাকা বিশ্ববিদ্যালয় হলো অধ্যয়ন এর আশ্রয়স্থল।সেটি বিদ্যাপীঠে ছাত্রাবাস থেকে পরিচয়।সেই পরিচিতি থেকেই দু’জন অন্তরঙ্গ বন্ধু হিসেবে মন উন্মেষচিত হয়।হিমু আর ঋতু বন্ধুত্ব হওয়ার আগে তারা কেউ কাউকে মোটেই চিনতো না।আজ তারা দু’জন,দু-জনার অভিন্ন হৃদয়ে কত আপন জন।হিমুর স্থায়ী বাসস্থান রাজশাহী বিভাগ নাটোর জেলার হরিতপুরে অন্তর্গত।ঋতুর স্থায়ী অবস্থান ঢাকা বিভাগের নরসিংদী জেলার মাধবদীতে অন্তর্গত।তাঁরা উভয়ই সেই সময় এম.এ(সন্মান)উত্তীর্ন হন।তাঁরা উভয়ই তাদের বন্ধুত্ব স্থায়িত্ব করার জন্য প্রতিজ্ঞা করেন তাদের সন্তান হলে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন।সময়ের পরিক্রমায় মানুষের অবস্থান পরিবর্তন,এটাই যথার্থ নিয়ম।হিমু ষাকা থেকে স্থানান্তরিত হয় রাজশাহী বিভাগে অবস্থান করেন।ঋতু নরসিংদী জেলায় অবস্থান করেন।তাঁরা উভয়ই নিজ জেলায় বিয়ে করেন।হিমুর ছেলে সন্তান জন্ম হয়।ঋতুর মেয়ে সন্তান জন্ম হয়।
চলবে………………
Leave a Reply