1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

মোটা বিষয়ে লিকলিকে সরু বডিশেইমিং ছড়া – – – লুৎফর রহমান রিটন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৫৭ বার

[ বডি শেইমিং আমাদের সমাজে খুব স্বাভাবিক ব্যাপার ছিলো এই কিছুদিন আগেও।
কিছুটা কমলেও এখনও আছে ব্যাপক হারে।
ছড়াটা লিখেছিলাম প্রীতিভাজন ইশতিয়াক আহমেদের জন্যে। সে তখন যুগান্তরের সাপ্তাহিক ফান ম্যাগাজিনটা দেখে।
এই ছড়ার বয়েস কম করে হলেও দশ বছর। আরো বেশিও হতে পারে। সময়কালটা ইশতিয়াক বলতে পারবে।
আজকের ছড়াটা উৎসর্গ করছি অনুজপ্রতিম বন্ধু ইশতিয়াক আহমেদকেই। ]
মোটা বিষয়ে লিকলিকে সরু বডিশেইমিং ছড়া
লুৎফর রহমান রিটন
রোগা পটকা
লাগে খটকা
কিছু খাস না?
খেতে পাস না?
বেশি চিকনা
হওয়া ঠিক না।
ওরে ভোটকা–
তুই মোটকা
ঠিকই টের পাই
খালি খাই খাই!
দিনরাত খাস
শুধু ভাত খাস!
গায়ে চর্বি
জমে মরবি?
ওরে কাল্লু
তুই চাল্লু!
ঘড়ি টিকটিক
তুই ঠিকঠিক–
জিমে যাচ্ছিস
ফল পাচ্ছিস।
ওরে বোক্কা
খাবি ধোঁক্কা।
ওরে পিচ্চি–
তোকে দিচ্ছি
লাল বলটা
দ্যাখ্‌ চল্টা–
উঠে যাচ্ছে
খিদে পাচ্ছে?
খাবি লাচ্ছি?
তবে যাচ্ছি
চলে আগ্রা।
জুতো নাগড়া
পরে নিচ্ছি,
বলে দিচ্ছি–
মনে রাখবি
ভালো থাকবি।
দ্যাখ্‌ লিস্টি–
বেশি মিষ্টি
খাওয়া বন্ধ,
দ্বিধাদ্বন্দ
কিছু নেই রে।
বলে দেই রে–
গরু গোশ্‌ত
খেলে দোষ তো!
ফ্যাট বাড়বে
ওটা মারবে…!
কাছে যাস নে
গরু খাস নে
রোজ হাঁটবি
ফ্যাট কাটবি।
দুর্দান্ত
সম্ভ্রান্ত
ভালো স্বাস্থ্য
তুইও চাস তো?
তবে কম খা
আটা গম খা
খেলে সবজি–
জানি কবজি
হবে টেকসই
পাবি একশই।
বডি মজবুত
দেখে যমদূত
পাবে অক্কা
মার ছক্কা!
খেলে মৎস
তুই বৎস
হবি হ্যান্ডসাম
বলে রাখলাম।
খুশি দিল্‌মে
তুই ফিল্‌মে
পাবি নামডাক
করে হাঁকডাক
ফটোগ্রাফটা
অটোগ্রাফটা
লোকে খুঁজবে।
লোকে বুঝবে–
তুই কাল্লু
খুবই চাল্লু
ঘড়ি টিকটিক
তুই ঠিকঠিক–
জিমে যাচ্ছিস
ফলও পাচ্ছিস।
জিমে না গিয়ে
ভুঁড়ি বাগিয়ে
যাবি স্বর্গে?
নাকি মর্গে?
আজ যাই যাই
টাটা বাই বাই!
রচনাকাল/…
[ আমার ভুঁড়িয়াল ছবিটা সুজন চৌধুরীর আঁকা। মোটা হওয়ার দায়টা নিজের কাঁধে নেয়াটাই উত্তম। নইলে বডিশেইমিং-এর অভিযোগে গ্রেফতার হয়ে যাবো!
May be an illustration

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..