স্বপ্ন যায় ভেসে – – – শিলু জামান
-
আপডেট টাইম :
বুধবার, ১৮ মে, ২০২২
-
১৯১
বার
একলা মনে একলা ঘরে
ঘুরি দিবানিশি
স্বপ্ন গুলো উড়ে বেড়ায়
কেবল অহর্নিশি।
সেই কবে স্বপ্ন দেখেছি
পুতুল খেলার ছলে
শিউলি কুড়াই মনের সুখে
মালা দিলেম গলে।
শৈশবের সেই স্মৃতি এখন
বেজায় মনে পড়ে
শুন্য ঘরে কেউ কি আর
খুঁজে কিছুর তরে— ।
বৃষ্টি এখন কাঁদায় ভারী
দৃষ্টির ভেতর জল
চুপিচুপি বালিশ ভিজে
মিথ্যে ঘরেই ছলছল।
শিলু জামান
১০/৫/২২
মোহাম্মদপুর
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply