স্বাধীনতা হলো স্ব-অধিকার
স্বেরাচারীতা নয় তবে
বোধ – বুদ্ধির সীমানায়
বিবেচিত অধিকার স্থাপন,
যা আমাকে বাঁচতে শিখায়,
ভাবতে শিখায় আমার আমিকে,
দলিলগত অবস্থান আমার।
চির সত্যের কাছে আমাকে
পোঁছে দিতে পারে,
যাকে আমার ভেবে আত্মতৃপ্তি পাই।
অসীম ভাবনায় সাজানো শুভ্র
বাগানে দক্ষিণা সমীরণ
আমাকে আন্দোলীত করে
নিয়ে যায় সুখের আশ্রয়ে।
স্বাধীনতা তুমি সত্য, সুন্দর
তুমি আমার আরাধ্য ভুমি
আমার কল্পনা, আমার অতীত, বর্তমান, ভবিষ্যত।
আমি তোমার স্পর্শ অনুভব করি
জাগ্রত, ঘুমন্ত সকল সত্তায়।
Leave a Reply