অমল রোদ্দুর হতে চায়নি
চেয়েছিলো মানুষ হতে কিংবা বৃক্ষ
আমরা রোদ্দুর বানিয়েছি অমলকে
শীতে উষ্ণতার জন্য
স্যাঁত স্যাঁতে ঘরকে ধোপদুরস্ত করা
রাস্তাঘাটের মালিন্য মুছে দেয়া
টবের গাছগুলোর সালোকসংশ্লেষের স্বার্থে
আমরা চাই অমল মানুষ না হয়ে রোদ্দুর হোক
বৃক্ষ না হয়ে শুকনো পাতা
অমল স্বপ্ন দেখবে কেনো
ওর রোদ ঝলসানো চোখে ওসব কি
মানায়
ও দেখবে ধু ধু প্রান্তর
ফসফরাস দেয়া জলাভূমির ঠোঁট
শহরের গলিতে সকাল থেকে সন্ধ্যা
ফেরি করবে রোদ
ওর ঘাম থেকে জন্ম নেয়া ফ্লাটে
আমরা ধবল হবো
কৃষ্ণ হবো
অমল রোদ্দুরের হলুদ ছাতু
এঁদো ডোবার জলে মেখে খাবে
ঘুম আসব না কখন ভোর হবে
আর সাহেবদের জানালায়
পৌঁছে দেবে রোদ্দুর
দুপুরে মাথায় এক স্টেশন রোদ- এতো কষ্ট তবু রা নেই
Leave a Reply