আমার আব্বু প্রতিদিন সকালে কেন্দে কেন্দে যায় কাজে, আবার কাজ থেকে এসে কান্দে । সারারাত বসে বসে আমার পা ডলে দেয়, এটা দেখে আমার সহ্য হয়না। আব্বু জেগে থাকে বলে আমার ব্যাথা বাড়লে আমি মুখ চিপে কান্দি যাতে আব্বু কষ্ট না পায় … এভাবেই কথাগুলো বলছিলো শৈলকূপা, কাঁচের কোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল আজিজের কন্যা আফরিনা সুলতানা। ছোট থেকে কখনও পড়াশোনায় এক ছাড়া দুই রোল হয়নি আফরিনার। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট খেলতে যেয়ে পায়ে ব্যাথা পায়, তারপর কয়েকবছরের মধ্যে ব্যাথাটা ফুলে এখন ক্যান্সারে রুপ নিয়েছে। অসহায় হতদরিদ্র বাবা চিকিৎসা করতে না পেরে এখন সবার কাছে সহযোগীতা চেয়েছেন..
Leave a Reply