কোনোদিন কেউ হেরে যায় আর
কোনোদিন যায় জিতে,
একদিন আমি হেরে যাই খুব
শুয়ে থাকি অগ্নিতে।
কোনোদিন কেউ কুম্ভকর্ণ
কোনোদিন কেউ জেগে,
একদিন আমি বিনিদ্র থাকি
অতৃপ্ত উদ্বেগে।
কোনোদিন কেউ মরে যায় আর
কোনোদিন বেঁচে ওঠে,
একদিন আমি বেঁচে থাকি আর
মরে যাই সংকটে।
কোনোদিন কেউ নিরুদ্দিষ্ট
একদিন ফিরে আসে,
কোনোদিন আমি সন্তর্পণে
মুখ ঢাকি সন্ত্রাসে।
কোনোদিন কেউ ভেঙে ফেলে ঘর
এলোমেলো পায়ে ফিরি,
একদিন আমি অনুশোচনায়
অনন্ত হারিকিরি।
কোনোদিন কেউ ডিডেলাস হয়
কেউ পিতা ইকারুস,
একদিন আমি কিং সোলোমন
একদিন ইউনুস।
Leave a Reply