শিশুর কাছে শিখেছি আমি সত্য কথা বলতে,
নদী আমায় শিক্ষা দিয়েছে সমুখপানে চলতে,
কিশোরের কাছে শিখেছি আমি দুষ্টুমি দুরন্তপনা,
যুবক দেখিয়েছে সুখের স্বপ্ন কোথায় কি সম্ভাবনা,
বৃক্ষরা আমায় শিক্ষা দিয়েছে উচু করে রাখতে শির,
পাখির কাছে শিখেছি আমি যতন করে বাঁধতে নীড়,
মা জননী বুঝিয়ে দিয়েছে কেমনে বাসতে হয় ভালো,
বাবা আমায় শিখিয়েছে কোনটা সাদা কিম্বা কালো,
গুরুজনের কাছে শুনেছি শুধু জীবন যন্ত্রণার কথা,
শিক্ষাগুরু আমায় শিক্ষা দিয়েছে উদারতা মানবতা,
সংসারের কাছে শিখেছি আমি কঠিন কঠোর হতে,
শত বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে সামনে এগিয়ে যেতে,
জীবিকার তাগিদেই মানুষ বেছে নিয়েছে নানান পথ,
তার সঙ্গেই চলে মানুষ যার মতের সাথে মিলেছে মত,
পৃথিবীই একটা পাঠশালা সারাক্ষণ যাচ্ছি কেবল শিখি,
এখনও শেখার হয়নি শেষ রয়েছে অনেক কিছুই বাকি,
Leave a Reply