1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

  আত্মচিৎকার – – – এম এইচ এম রুবেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৮৩ বার

 

ভূবন কাঁপানো আর্তনাদে আমার আত্মচিৎকার,

বুকের দেয়াল ভাঙ্গিয়া বাহিরে আসেনি কভূ আর।

কত প্রতিবাদের উচ্চ স্লোগান ভিতরে করে হাহাকার,

জুলুমের এই বাতাসের্ ভয়ে খুলেনি মুখের দ্বার।

 

আবার যদি হয়রে ভোর সত্য আলোয় ভিজে,

আমি তবে সে ঊষা মাখবো আমার গায়ে নিজে।

তবে মুখ খুলে করব প্রাণহারা আত্মচিৎকার

জ্বলবে সৎশিখা মনে করবে সবে সদ্ব্যবহার।

 

হে মানুষ তুমি বিবেকের খুনী, ভূখন্ডে আকাল,

তোমার শিরে অভিশাপ মাটির, হবেই নাজেহাল।

অরুণ তরুণ দল বেঁধেছে দেখি ধুয়ে মুছে নিবে সব,

ঐ দূরে শোনা যায় শোনা যায় শুনি,সততা পাখির কলরব।

 

বহু রথ মজেছে মাটিতে ধ্বসে পরে ক্ষমতা,

যিনি সমাসীন আরশে তিনিই আনবেন সমতা।

আমিতো পুতুল নাচি, গাই তারই শুধু গান,

বিজয়ের চিৎকার দিবই, যাবে যাক এ প্রাণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..