আজ বৃষ্টি নামুক অঝোরে,
ভাসাক মনের কোণ,
যেখানে লুকোচুরি খেলে কিছু ঘটন-
ভেসে যাক অন্ধকার,
খুঁজি একমুঠো রোদ্দুর-
ভাঙা আয়নায় সহস্র বেসুর,
বাউলের একতারায় হঠাৎ বাজুক সুর-
অন্ধকার থেকে আলোয় ফেরা জীবন,
রূপকথার এক গল্প-
যেখানে সুখ দুঃখ, আর না পাওয়ার ব্যথা,
সেখানেই বাউলের সুরে নতুন জীবনগাথা-
কান্নার যেখানে নিঃশব্দ বিচরণ,
ব্রাত্য সেখানে স্বপ্ন-
খুঁজে ফেরা এক নতুন প্রকাশ,
ভালোলাগা যেখানে বিতর্ক-
সেখানেও আছে অপ্রকাশিত ইচ্ছে,
আর আলোয় ফেরার গদ্য-
তবুও স্বপ্ন ভাসে, তবুও গল্প লিখতে বসা;
যেখানে এক পশলা বৃষ্টির মাঝে,
এক মুঠো রোদ্দুর খোঁজা।।
কপিরাইট@1443 সুজাতা
28/12/21
মঙ্গলবার
Leave a Reply