মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে
কোথাও আমার যাওয়ার নেই,
আমি কোথাও যাব না।
আপনি নিশ্চিতে থাকুন
নিশ্চিন্তে……….
চোখ বন্ধ বিশ্বাসে ভেতরে জমান
এক পৃথিবী নিখাত বিশ্বস্ততার পাহাড়।
কিন্তু বলতে গেলেই যে গলা আঁটকে যায়
কারণ সে অধিকার যে আমার নেই,
জানি আর কোনোদিন হবেও না,
কোনোদিনও না!
মাঝে মাঝে গণ্ডিতে বেঁধে রাখা এ সম্পর্কের দেয়াল ভেঙে দিতে ইচ্ছে করে।
ইচ্ছে করে আপনার খুব কাছে যাই,
ইচ্ছে করে ভেঙে দিই ভেতরে জমে থাকা যত দ্বিধা আর দ্বন্দের প্রভেদ।
অথচ পারি না
হয়তোবা কোনোদিন পারবোও না!
কোনোদিনও না!
প্রয়োজনের গণ্ডিতে আঁটকে থাকা
এ সম্পর্কগুলো কী ভীষণ পানসে হয় বলুন?
প্রয়োজন হারালেই যে তা বড্ড ফিকে হয়ে যায়, বড্ড ফিকে!
তবু এ শেষ রাতে জমিয়ে রাখা অনুভূতির কসম
ভীষণ ভালোবাসি,
ভীষণ।
স্বার্থহীন চাওয়াহীন পাওয়াহীন এ প্রেমটুকু যে ভীষণ নিখাদ প্রিয়,
ভীষণ নিখাদ!
Leave a Reply