1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

লেখক উন্নয়ন কেন্দ্র – – – তৌহিদুল ইসলাম কনক

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার

বিজয়ের ৫০ বছর উপলক্ষে লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজন করে বিশেষ কবিতাসন্ধ্যা । গত ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে এই কবিতা সন্ধ্যার অনুষ্ঠানটি চলতে থাকে। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল। উন্নয়ন পরিচালক কবি ইকবাল হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকাশনা পরিচালক কবি ও কথাশিল্পী নাজনীন স্বপ্না। স্বরচিত কবিতা পাঠ করেন আজীবন সদস্য মাদারীপুর জেলা সমন্বয়কারী কবি নুরুজ্জামান হোসাইন, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আজীবন সদস্য কবি সৈয়দা রুবিনা, বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ কাজল, উপদেষ্টা লেখক উন্নয়ন কেন্দ্র, প্লানচেট লেখক কাপ্তান নুর, উপদেষ্টা লেখক উন্নয়ন কেন্দ্র
,
No description available.
কবি আরিফ ময়নুদ্দিন, উপদেষ্টা লেখক উন্নয়ন কেন্দ্র, ও ছড়াকার সিরাজুল ফরিদ উপদেষ্টা লেখক উন্নয়ন কেন্দ্র, খুলনার সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সভাপতি স ম হাফিজুল ইসলাম, গীতিকার রবিউল হাসান, কবি ও সম্পাদক আমিনুল রানা অংশগ্রহণ করেন। কবিতা পাঠ করেন কবি রওশন আরা, কবি নিগার সুলতানা, কবি জিনাত সুলতানা, কবি জাকিয়া সুলতানা, ছাড়াকার পৃততীস চক্রবর্তী , ছড়াকার শাহেদ বিপ্লব, কবিয়াল ফাউন্ডেশনের সভাপতি কবি বাপ্পি সাহা, কবি রুবেল আহ্মেদ, কবি সেতু পারভেজ , কবি পুষ্প বেগম, সুষমা হোসাইন, কবি মাহমুদা ইয়াসমিন, কবি মোজাম্মেল হক, কবি হোসনে আরা হীরা, কবি শাহি সবুর, কবি রাজিয়া সুলতানা, কবি শারমিন জিকরিয়া, কবি রোকসানা বেগম, কবি আরিফা মিলি।
লেখক উন্নয়ন কেন্দ্র থেকে প্রকাশিত কবি তৌহিদুল ইসলাম কনক ও নাজনিন সপ্না সম্পাদিত কবিতায় রাঙ্গাবালী বইটির মোড়ক উম্মোচন করা হয়। এছাড়াও কবি জাহানারা তোফায়েলের লেখা অংশগ্রহণ কবিদের উপহার দেয়া হয়। লেখক উন্নয়ন কেন্দ্র থেকে প্রকাশিত কনক সাহিত্য সাময়িকী অতিথিদের উপহার দেয়া হয়।
সৈয়দা রুবিনা লেখা দুটি বইয়ের ওরকমই শোন করা হয়। শারমিন জিকরিয়া কে কবি জসীমউদ্দীন গল্প পুরস্কার দেয়া হয়। সেই সাথে এই বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন কবিতায় কবিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..