আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধের ভড়াডুবি দেখে তারা বুদ্ধিজীবী নিধন করে এই দিনে।এই দিনে সারা বাংলার অনেক বুদ্ধিজীবী তারা নিধন করে।সমগ্র বাংলাকে পঙ্গু করার ষড়যন্ত্র করে তারা সারা বাংলার আনাচে কানাচে যত বুদ্ধিজীবী আছে সব নিধনে মেতে উঠে।সারা বাংলার অনেক বুদ্ধিজীবী এইদিনে খতম হয়।রাজাকারদের দোসর কিছু বুদ্ধিজীবী ছিল তারা সুকৌশলে বেচে যায় এবং তারা আজো বেচে আছে এবং দেশ ধ্বংশের পায়তারা করছে।দেশের উন্নতি তারা সহ্য করতে পারছে না।দেশ কিভাবে ধ্বংশ হয় দেশের অবনতির চিন্তায় তাদের ঘুম হারাম থাকে সর্বত্র।আপামর সকল দেশপ্রেমিক জনতার সর্বত্র সজাগ এবং সাবধান থাকতে হবে এই সকল লোক থেকে এবং এই ধরনের লোক দেখলেই সকলেই ঐক্যবদ্ধ হয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে জাতীয় ও আন্তর্জাতিক শোক দিবস হিসাবে যেন ঘোষনা দেন এবং এই দিনটিতে সকল সরকারী/বেসরকারী অফিস বন্ধ থাকে এই আহ্বান করছি।
Leave a Reply