আমি লিখতে চাই এক প্রতিবাদী ঝড় তোলা কবিতা,
যাতে প্রস্ফুটিত হবে বাঙালী নারীর,
অব্যাক্ত ভাবনার ছবিটা।
এক গভীর ব্যাথা লুকিয়ে আছে,
বাঙালী নারীর হৃদয় মাঝে।
জাগো, জাগো, জাগো,
জাগো __হে নারী,
দেখিয়ে দেব আজ আমরাও পারি।
বিন্দু থেকে আজ সিন্ধু হবো,
হাত বাড়িয়ে সূর্য ছোঁব।
অত্যাচারীর হাত গুড়িয়ে দেব,
অন্যায় অপবাদ না আমরা সইবো,
নব চেতনায় জাগো____
সু-শিক্ষার প্রদ্বীপ জ্বালো,
ঘুচিয়ে দেব আঁধার কালো।
ঘরে ঘরে গড়ে তুলবো বিদ্রোহ,
অত্যাচার, ব্যাভিচারের বিরুদ্ধে লড়বো,
আত্মোউন্নয়নের মাধ্যমে নতুন ঠিকানা গড়বো।
অবলা নারী হয়ে থাকবো না আর,
সহ্য করবো না সামাজিক অবিচার।
স্বাধীকার আজ ছিনিয়ে নেবো,
স্বাধীন দেশে, বলো আমরা কবে স্বাধীন হবো?
Leave a Reply