মনব্যাকরণ — মুঃ নূরুল হুদা
-
আপডেট টাইম :
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
-
১৯৬
বার
ধরতে ধরতে উড়ো-
জাহাজ চালক,
ধরতে পারে না ঘাস-
ফড়িং পালক;
নীলিমায় নীলে নীলে
মানুষবাবুই
বাসা বাঁধে খড়কুটো,
হাতে নেই সুঁই;
তুমিও ঘাসের শিশু
ঘাসের বাহানা,
মাটিতে বসতবাটি
পিঠে নেই ডানা;
তবুও ওড়ার খুব
বাসনা তোমার!
তুমি বুঝি বাল্মীকি,
প্রায়ান্ধ হোমার?
আদিকবি বকলম,
বলো, কিসে কম?
হৃদয়ের ভাষা জানে,
খোদার কসম।
সে ভাষায় লিখে রাখে
তোমার ঠিকানা,
নদী যায় বাঁকে বাঁকে
মোহনা অজানা।
জলস্থল নভোতল
দিগন্ত সচল,
জল চেনে জলভাষা
তরঙ্গ অটল।
জলে ও তরঙ্গে যদি
দেখা হয়ে যায়,
ডানাহীন উড়ে যাই
হাওয়ায় হাওয়ায়।
এভাবেই শিখে ফেলি
মনব্যাকরণ,
তোমার আমার মন
যদিএকমন
যদিএকমন
যদিএকমন
!
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..
Leave a Reply