.
সমস্যা:
হুযুর আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি ইসলামী জীবন যাপন করতে খুবই আগ্রহী ও ইসলামী শরীয়ত মেনে চলার চেষ্টা করি। কিন্তু ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক না থাকার দরুণ আমরা ইসলাম সম্পর্কে পূর্ণরূপে জেনে মানতে পারি না। কিন্তু আমার জানা মতে অন্য দেশের ছাত্ররা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা ও তাদের কিতাবাদি অধ্যয়নে রাখার কারণে অনেক ধর্মপরায়ণ। আর আমাদের বাংলাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যা কিছু অধ্যয়ন করে তা অধিকাংশই ভ্রান্ত লেখকদের বই। তাই হুযুরের কাছে আমার সনির্বন্ধ আবেদন বাংলা ভাষায় ‘ইসলামী জীবন ব্যবস্থার’ উপর হক্কানী ওলামায়ে কেরামের লিখিত একটি বিস্তারিত তালিকা দিয়ে দ্বীনী ইলম অন্বেষণের পথে আমাদের সহায়তা করবেন বলে আশা রাখি।
– মুহাম্মাদ মাজহারুল ইসলাম . জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়
.
পরামর্শ:
দ্বীনের সঠিক বোধ ও জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের উপর অটল-অবিচল থাকার জন্য জরুরি হল, আহলে হক আলেমদের এবং আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পরামর্শ অনুসারে চলা। এর পাশাপাশি তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে দ্বীনী গ্রন্থ ও বই-পুস্তক অধ্যয়ন করাও জরুরি। গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে কেবল ব্যক্তিগত অধ্যয়ন যথেষ্ট নয়। বরং বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ম অনুযায়ী শিখতে হবে, এবং নিজস্ব ধারণার উপর তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে।
.
আপনি দ্বীনী বই-পুস্তকের একটি বিস্তারিত তালিকা পেশ করতে বলেছেন। তো এই মুহূর্তে বিস্তারিত তালিকা পেশ করা কঠিন। এটি সময় সাপেক্ষ বিষয়। এছাড়া অধ্যয়নযোগ্য বিষয়াবলী তো অনেক। এরপর প্রতিটি বিষয়ে রয়েছে একাধিক কিতাব। আহলে হক ও বিশেষজ্ঞ আলিমদের রচিত নির্ভরযোগ্য গ্রন্থসমূহ বিভিন্ন ধরনের রয়েছে। প্রতি শ্রেণীর সকল পর্যায়ের পাঠক সকল গ্রন্থ আত্মস্থ করতে পারবে- এমনটি অপরিহার্য নয়। সর্বপরি অধ্যয়নকারীর যোগ্যতা, বয়স ও অবস্থার ভিন্নতা ইত্যাদি প্রতিটি বিষয়ই এমন, যে কারণে অধ্যয়নের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থা অনুযায়ী কোনো বিজ্ঞ আলেমের পরামর্শে গ্রন্থ নির্বাচন করা প্রয়োজন। তো এখন এখানে আপাতত সংক্ষেপে বিষয়ভিত্তিক কিছু গ্রন্থ ও পুস্তিকার তালিকা পেশ করছি।
.
তরজমা ও তাফসীর
===============
১. এমদাদিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ, যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব,মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক সম্পাদিত।
.
২. তাফসীরে তাওযীহুল কুরআন, মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, অনুবাদ : মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।
.
৩. মাআরিফুল কুরআন, মুফতী মুহাম্মাদ শফী রাহ. অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান রাহ. (আট খণ্ডে)
.
৪. তাফসীরে উছমানী, মাওলানা শাব্বির আহমদ উসমানী। (৪ খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত)
.
৫. সংক্ষিপ্ত তাফসীরে উছমানী, অনুবাদ : প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন, থানবী লাইব্রেরী।
.
হাদীস
=====
১. মাআরিফুল হাদীস, মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী, অনুবাদ : ইসলামিক ফাউন্ডেশন অথবা এমদাদিয়া লাইব্রেরী।
.
২. আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, অনুবাদ : মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী।
.
ফিকহ-মাসায়েল
=============
১. বেহেশতী জেওর, অনুবাদ : মাওলানা আহমদ মায়মূন, উস্তায, জামিয়া শারইয়্যাহ মালিবাগ। ২. ফাতাওয়া ও মাসাইল, ইসলামিক ফাউন্ডেশন। ৩. হাদীস ও মাসায়েলে আহনাফ, ইসলামিক ফাউন্ডেশন। ৪. নবীজীর নামাজ, অনুবাদ : মাওলানা যাকারিয়া আবদুল্লাহ। ৫. দলীলসহ নামাযের মাসায়েল, মাওলানা আবদুল মতীন।
.
আকাঈদ
=======
১. ফুরুউল ঈমান, হাকীমুল উম্মত থানবী রাহ., অনুবাদ : মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত। ২. ঈমান ও আকীদা, হাকীমুল উম্মত থানভী রাহ.। ৩. ঈমান সবার আগে,মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
.
সীরাত -শামায়েল
==============
১. সীরাতে খাতামুল আম্বিয়া, মুফতী শফী রাহ.। ২. নবীয়ে রহমত, আবুল হাসান আলী নদবী রাহ.। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সভ্য পৃথিবীর ঋণ স্বীকার, আবুল হাসান আলী নদভী রাহ.।
৪. সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদরীস কান্ধলভী রাহ.। ৫. আসাহহুস সিয়ার, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম অনুদিত, এমদাদিয়া থেকে প্রকাশিত। ৬. উসওয়ায়ে রাসূলে আকরাম, ড. আবদুল হাই আরেফী।
.
বিবিধ
=====
১. তাযকিরাতুল আখেরাহ, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ২. তাসাওউফ : তত্ত্ব ও বিশ্লেষণ, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক। ৩. কুরআনের ডাক ও আমাদের জীবন, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ৪. ইসলামকে জানতে হলে, মাওলানা আবু তাহের মেসবাহ। ৫. ইসলামের ডাক, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান। ৬. প্রচলিত ভুল, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে মুদ্রিত। ৭. প্রচলিত জাল হাদীস,মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত। ৮. উম্মাহর ঐক্য : পথ ও পন্থা, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক। ৯. মাযহাব কী ও কেন? মুফতী তাকী উসমানী, অনুবাদক : মাওলানা আবু তাহের মেসবাহ। ১০. খেলাফত ও রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ।
.
এছাড়া দ্বীনী বিভিন্ন বিষয়ের উপর আকাবিরে উলামায়ে কেরামের রচনাবলী অধ্যয়ন করা বেশ উপকারী। যেমন হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রাহ., মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ., আবুল হাসান আলী নদবী রাহ. এবং মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম প্রমূখের লিখিত বই-পুস্তক,মাওয়ায়েজ এবং বয়ানসমগ্র। এখানে নমুনাস্বরূপ কয়েকটি উল্লেখ করা হলো :
.
আশরাফ আলী থানবী রাহ.-এর
.
১. ইসলাহী নেসাব, (দশটি কিতাবের সংকলন)। ২. মাওয়ায়েজে আশরাফিয়া, অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী, চকবাজার। ৩. মাজালিসে হাকীমুল উম্মত, মুফতী শফী রাহ. (সংকলিত) ৪. মুনাজাতে মাকবুল,মাওলানা যাকারিয়া আবদুল্লাহ অনুদিত।
৫. বাসায়েরে হাকীমুল উম্মত।
.
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ.-এর
.
১. ইসলাম কী ও কেন? ২. দ্বীন ও
শরীয়ত। ৩. নামাজের হাকীকত। ৪. কুরআন আপনাকে কী বলে?
.
মাওলানা আবুল হাসান আলী নদবী রাহ.-এর
.
১. আরকানে আরবাআহ, অনুবাদ : মাওলানা আবু তাহের মিসবাহ। ২. ইসলামী জীবন বিধান, অনুবাদ : মাওলানা ফরীদুদ্দীন মাসউদ।
.
তাকী উসমানী দা. বা.-এর
.
১. ইসলাহী মাজালিস। ২. ইসলাম ও আমাদের জীবন, (নির্বাচিত রচনা ও বয়ান সমগ্র, ১৪ খণ্ডে)। ৩. যিক্র ও ফিকর। ৪. কুরআন সুন্নাহর আলোকে পরিবার ব্যবস্থা।
.
[ মাসিক আলকাউসার » শিক্ষার্থীদের পাতা » যিলকদ ১৪৩৭ . আগস্ট ২০১৬ ]
.
*****
.
প্রশ্নঃ
আমার এক বোন লন্ডনে থাকে, সে ইসলামী বইপত্র পাঠে আগ্রহী। এজন্য ইংরেজি ভাষার কিছু ধর্মীয় বইয়ের নাম জানতে চেয়েছে। আপনার কাছে নির্ভরযোগ্য কিছু বইয়ের নাম জানতে চাচ্ছি। অনুগ্রহ করে বইয়ের নাম জানিয়ে উপকৃত করবেন।
.
উত্তর
এ উদ্দেশ্যে নিম্নবর্ণিত বইগুলো উপকারী হবে ইনশাআল্লাহ।
১. ইসলাম ক্যায়া হ্যায় (What Islam Is), মাওলানা মুহাম্মাদ মানযুর নু’মানী রাহ.
২. দ্বীন ও শরীয়ত (Islamic Faith and Practice), মাওলানা মুহাম্মাদ মানযুর নু’মানী রাহ.
৩. আরকানে আরবাআ (The Four Pillers of Islam), মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নাদাভী
৪. উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (The ways of the Holy Prophet Muhammad (Peach be upon him)), ডা. মুহাম্মাদ আবদুল হাই আরেফী রাহ.
৫. তাফসীরে মাআরিফুল কুরআন (Ma’ariful Quran), মুফতী মুহাম্মাদ শফী রাহ.।
৬. নবীয়ে রহমত (Muhammad Rasulullah) মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নাদাভী
৭. তারীখে দাওয়াত ওয়া আযীমত (Saviours of Islamic Spirit), মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নাদাভী
৮. মাআরিফুল হাদীস (Meaning and Message of the traditions), মাওলানা মুহাম্মাদ মানযুর নু’মানী রাহ.
৯. ইসলাম আওর জিদ্দত পছন্দী (Islam and Modernism), মুফতী মুহাম্মাদ তাকী উসমানী।
১০. হুজ্জিয়্যতে হাদীস (The authority of Sunnah), মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
১১. The glorious Caliphate, সাইয়েদ আতহার হুসাইন
১২. কুরআন আপ ছে ক্যায়া কেহতা হ্যায় (The Quran and you), মাওলানা মুহাম্মাদ মনযুর নু’মানী রাহ.
১৩. বেহেশতী যেওর, (Heavenly Ornaments), হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহ.
১৪. মালাবুদ্দা মিনহু (Essential Islamic Knowledge), কাযী ছানাউল্লাহ পানিপথী রাহ.
১৫. ইখতিলাফে উম্মত আওর সিরাতে মুস্তাকীম (Differences in Ummah and the Straight Path), মাওলানা মুহাম্মাদ ইউসুফ লুধিয়ানবী রাহ.
১৬. The legal status of following a Madhab, মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
১৭. Comtemporary Fatawaa, প্রাগুক্ত
১৮. Islahi Khutbaat Discourses on Islamic way of Life, প্রাগুক্ত
১৯. First Things of First, খালেদ বেগ।
আরো জানার জন্য স্থানীয় হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং ইন্টারনেটে ‘মাসিক আলবালাগ ইন্টারন্যাশনাল ও মাসিক আলফারূক, করাচী ভিজিট করা যেতে পারে।
.
*****
.
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা’র প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত বই সমূহ
.
■ “তাবলীগ জামাত বর্তমান পরিস্থিতি ও উত্তরণের উপায়”
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
.
[ তাবলীগ জামাতের দুঃখজনক বিবাদ – বিসংবাদের পরিস্থিতি সম্পর্কে মােটামুটি সবাই অবগত । কিন্তু কেন এই বিভেদ ? দ্বীন ও শরীয়তের নিরিখে এর ধরন ও বিধান কী ? এ ক্ষেত্রে কোন অবস্থানটি সঠিক আর কোনটি ভুল । যেসব ভ্রান্ত নীতি ও বক্তব্য , আচরণ ও অবস্থান থেকে এই বিভেদের জন্ম তা কি মামুলি ও উপেক্ষাযোগ্য , না দ্বীনী কাজের স্বার্থেই এসবের সংশােধন অতি জরুরি ? একই সঙ্গে সংশোধনের সঠিক পদ্ধতি কী এবং পারস্পরিক আচরণের সঠিক নীতি ও পন্থা কী ? এসব প্রশ্নের মৌলিক উত্তর নিয়েই এই বই। ]
খুচরা বিক্রয়মূল্য : ১০০ টাকা
.
■ “মাজালিসে ইতেকাফ – مجالس الإعتكاف”
(ইতেকাফে প্রদত্ত প্রদত্ত দ্বীনী- ঈমানী বয়ানের সমৃদ্ধ সংকলন)
.
[ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা – এর প্রধান প্রাঙ্গণ হযরতপুর মসজিদে মাহে রমযানের শেষ দশকে ইতেকাফকারীদের মজমায় হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব ও অন্যান্য আলেমদের প্রদত্ত বয়ানের সংকলন]
মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
.
■ “সিয়াম ও রমযান, ফাযায়েল ও মাসায়েল”
.
[ রমযান ও রােযার ফাযায়েল – মাসায়েল , যাকাত , সদাকাতুল ফিতর ইত্যাদি বিষয়ের এক অনন্য সংকলন]
.
■ দেশ জাতি সমাজ “প্রাসংগিক ভাবনা ১ ও ২”
মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ
.
[ ২০০৫ ইং থেকে ২০১৮ ইং পর্যন্ত মাসিক আলকাউসারে প্রাকাশিত জীবন, সমাজ, নীতি নৈতিকতা, আইনব্যবস্থা, এবং দেশীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দ্বীনী দিক-নির্দেশনা ও পর্যালোচনামূলক একগুচ্ছ প্রবন্ধ-নিবন্ধ]
.
■ “ইঞ্জিল ও প্রচলিত ইঞ্জিল” একটি পর্যালোচনা
আবু মাইসারা মুনশী মুহাম্মাদ মহিউদ্দিন
.
“هكذا فهم الصحابة যেমন ছিল তাঁদের দৃষ্টি” ■
[ সাহাবীগণের উন্নত চিন্তা, দৃষ্টি, বোধ ও উপলদ্ধির কিছু উজ্জ্বল দৃষ্টান্ত ]
মূল-সালেহ আহমদ শামী
অনুবাদঃ মাওলানা আব্দুল মাজীদ
.
■ লোকমুখে প্রসিদ্ধ ভিত্তিহীন বর্ণনাসমূহের উপর হাদীস শাস্ত্রের আলোকে রচিত প্রামাণ্য গ্রন্থ “এসব হাদীস নয় – ১”
[ পূর্বে প্রকাশিত ‘প্রচলিত জাল হাদীস’-এর বর্ধিত, পরিমার্জিত ও উন্নত সংস্করণ প্রকাশিত হয়েছে ‘এসব হাদীস নয়-১’ নামে ]
.
■ “এসব হাদীস নয় – ২”
[ বহু প্রতীক্ষিত প্রচলিত জাল হাদীস ২য় খণ্ড প্রকাশিত হয়েছে, ‘এসব হাদীস নয়-২’ নামে ]
.
■ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক দা.বা. রচিত আরো চারটি গ্রন্থ “উম্মাহর ঐক্য : পথ ও পন্থা”
[ মতভিন্নতার মাঝেও সম্প্রীতি রক্ষা সুন্নাহসম্মত পন্থায় সুন্নাহর প্রতি আহ্বান ]
ණ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
.
■ “প্রচলিত ভুল”
[ অশিক্ষা, কুশিক্ষা ও খণ্বডিত শিক্ষার কারণে প্রচলিত বিভিন্ন ভ্রান্তির নিরসন ]
ණ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
.
■ মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ছাহেব রচিত “নির্বাচিত প্রবন্ধ -১ও ২”
[ আলকাউসার-এ প্রকাশিত গবেষণামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন (ফ্রেব্রুয়ারি’ ০৫ থেকে ডিসেম্বর’ ১০ পর্যন্ত) ]
.
■ সার্বিক যোগাযোগ
.
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা
৩০/১২, পল্লবী (মিরপুর-১২) ঢাকা – ১২ ঢাকা – ১২১৬
.
ডাকযোগে পেতে চাইলে যোগাযোগ করুন : ০১৯৭৩-২৯৫২৯৫
.
[ মাসিক আলকাউসার ]
Leave a Reply