আজকাল প্রতিদিনই ভেঙে যাচ্ছে
অসংখ্য ভালবাসার ঘর পরকীয়ার ফাঁদে ,
মুখ থুবড়ে পড়ে পড়ে অন্তিম নিঃশ্বাস
ফেলছে মানুষের যৌথজীবনের বিশ্বাস
আর মূল্যবোধ, চরম স্বার্থান্ধ মানুষ গুলো
প্রতিদিনই ভালবাসি ভালবাসি বলে
চেঁচিয়ে যাচ্ছে অর্নগল রোবটের মতো
ক্লান্তিহীন অথচ ভালবাসা পালিয়ে গেছে
সেই কবেই! এখন হিমঘরে মিলবে
ভালবাসার পরিত্যক্ত হাড়গোড়,
অস্থিমজ্জা ও জমাটবাঁধা রক্ত এবং
গাঢ় লাল গোলাপের মতো হৃদয়।
মানুষের হৃদয় নদীতে এখন ভালবাসার
কোনো জায়গা নেই, ওখানে এখন
বাস করে সব কুমির আর হাঙর
এবং একদল লোভী, ধূর্ত শেয়াল!
এ জাতীয় আরো খবর..
Leave a Reply