শুভ জন্মদিন নাজনীন। তোমার জন্য আমার ভালোবাসার অর্ঘ্য। তুমি এমনই থেকো প্রিয়। তুমি সত্যের মহাগ্রন্থে তোমাকে রচো। তুমি বিশুদ্ধ বোধের বিশ্বাস ও সম্মানে বাঁচো। তুমি অসত্যকে হারিয়ে দিয়ে তোমার তুমিকে সাধো।তুমি সৃষ্টিকর্তার অসীম রহমতে থাকো।
তোমার নামেই প্রার্থনা আজ
__________
নাজনীন নাহার
০৭.১১.২০২১
তোমার নামেই প্রার্থনা আজ,
সেজেছে তোমার নামেই সব।
তোমার জন্ম তিথিতে আজি,
সৃষ্টিতে মেতেছেন রব।
ঘুমটা সকলের তোমার নামেই ভাঙল,
দিনটা আজিকে তোমার নামেই রাঙল।
ফুলটা আজ তোমার তরেই ফুটল,
রোদেরা আজ তোমার হয়েই রইল।
সবুজ ওই পাতার বুকে তুমি,
তোমার ওই ঠোঁটের হাসি চুমি।
সময়টার নাম হলো আজ শুভ,
জন্মদিন আজ তোমার;
এ সত্যটা যে ধ্রুব।
বাতাসে তাই কাঠ গোলাপের মায়া,
মেঘেদের আদুরে আদুরে ছায়া।
তোমাকে দেখবে বলে আকাশ,
নীলেদের শত প্রণয়ের আশ।
তোমার কপালে চুমু চন্দ্রিমার,
তোমার অধরে প্রণয় খেলে হাওয়ার।
তোমার হাসির রোদ্দুরে স্বর্গ,
তুমি আলোকিত করে যাও মর্ত্য।
তোমার চোখের আয়ুতে কোটি স্বপ্ন,
তোমার আঙুল বুনছে পৃথিবীর রত্ন।
তোমার তুলনা শুধু তুমি আর তুমির,
তুমি শান্তির ওয়েসিস যেন মরুভূমির।
তুমি ডুবে থাকো সু-সৃষ্টির মোহনায়,
তুমি রচে যাও তোমার শ্রেষ্ট মহিমায়।
তুমি স্রষ্টাতে করো সদা সমর্পণ প্রিয়,
সদা ধৈর্য, সহ্য আর ক্ষমার ব্রত নিও।
মিথ্যে, মোহ, ও মুখোশ প্রেম করো পরিহার,
সত্য, সাহস, ও আত্মসম্মানের পরো মণিহার।
প্রহসনের খেতাব ছুঁড়ে ফেলে দাও তুমি,
হও শূন্য তবু বাঁচো সত্যরে সদা চুমি।
তুমি শুধু তুমি হয়েই বাঁচো এবং মরো,
হিংসুক, ভণ্ড, মরিচিকা ছেড়ে সত্যিটারে ধরো।
হও নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী প্রিয় হে,
অতিক্রম করো নিজেকেই নিজে নিত্য যে।
Leave a Reply