কখনো কখনো এমনই রাত
নেমে আসে, একটুও আলো নেই,
চৌদিকে তাকালে শুধুই দাবানলের
শেষে ধোঁয়ার কুণ্ডলী দেখি এবং
কুয়াশার মতো সব পথঘাট ঢেকে
যায়! অমানবিকতার দীর্ঘ
গোলটেবিল বৈঠক তবুও হয়না শেষ,
মদের বোতলের একদমই তলানিতে
পড়ে থাকা শেষ চুমুকের দিকে
লালায়িত চোখের মাতালের মতো
তবুও অপেক্ষায় থাকি একদিন
আবারও ফিরে আসবে মানবতা!
শুনে অন্ধকারেই হেসে ওঠে নৃশংস
তৈমুরের প্রেতাত্মা এবং ক্ষীপ্রগতিতে
কসাই এর মাংস কাটার মতো
হৃদপিণ্ডে আঘাত করতে থাকে
অজ্ঞাতনামা কোনো পেশাদার খুনি
সুনিপুণ ভাবে! হৃদয় তখন হয়ে যায়
যেনো প্রায় মজে যাওয়া ঘুংঘুর নদী,
শেষ হয়েও হলো না যে শেষ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply