তোমাকে নয়,
উর্দিতে ঢাকা ঐ সোনালী শরীরটা
আর যৌবনের উদ্দামতাই
ধরে রেখেছিলো কিছুদিন দু’জনায়।
অবশিষ্ট যখন শুন্য!
তখন নতুন করে হিসাবের শুরুতেই
বাদ পড়ে যায় ঐ বদন
সে জায়গায় প্রতিমা হয় অন্য কোন জন।
ভালোবাসা…
গলির মোড়ে টুকরিতে বিক্রি হওয়া বুট বাদাম নয়
নয় মোড়ের চা দোকানে ঝোলানো চানাচুর-বাদাম
মন চাইলো আর কিনে নিলাম
শখ মিটে গেলো ছুঁড়ে ফেলে দিলাম!
তোমায় যে চেয়েছে নিয়মিত, এক নয় একাধিকবার
সে-ই আজ অন্যের বাহুডোরে করছে বিহার…
কি করে বলো তবে সে বেসেছে তোমায় ভালো?
তোমায় অন্ধকারে ফেলে সে বুকে জড়িয়েছে আলো!
যতটুকু দেবার নিরাপত্তা
ততটুকুই দিতে পারি..
নিঃশ্বাস আর মৃত্যুর দুরত্ব পর্যন্ত
শুধু ভালোবাসতে পারি।
Leave a Reply