অসহ্য ………… অসহ্য কেন? কেন মনে জড়িয়ে আছ তুমি I do not want you. নুর মনে মনে ভাবে,কেন না পুরুষ নির্বোধ তাই নারীরা ছলনা করেই তৃপ্তি পায়। I can never get it.
আমার বাবা সামান্য চতুর্থ শ্রেণীর কর্মচারী তার ছেলে হয়ে আকাশকে স্পর্শ করতে সাহস কোথায় পাই আমি।তাকে দেখে মনে হয়,সে সামান্য পরিবারের মেয়ে নয়।সে তো স্বপ্ন রাজ্যের রাজকন্যা।থাক সে স্বপ্নই আমার আকর টানে।পরের দিন নুরের পরীক্ষা।পরীক্ষার হলে যাওয়ার পূর্ব মুহুর্তে হলেও ………… সামনে সর্বাঙ্গীন অন্তরের অতল গভীরে নাম না জানা মেয়েটির দেখা পায়।সে সময় মানস মন্দিরে ধরে রাখা মেয়েটি হাসতে হসতে বলে,কেমন আছন মি?কি জানি…… সত্যিকার ভাবে কিছুই বলতে পারি না কারন কিছুক্ষন আগেও আমি অতৃপ্ত ছিলাম।এ মুহূর্তে কিছুটা স্বস্তি পাচ্ছি।তাই না কি…?ইস তুমি আমার।ঝড়ের রাত থেকেই বুঝি আমি তোমার এত প্রিয়।তুমি কি আমার জন্য অপেক্ষা করবে?অথচ তোমার নামটা কি?তা জানাবে।আমি তোমার অনামিকা।তুমি আমার অনামিকাকে ভুলে যাবে না তো।যদি তুমি ভুলে যাও বিপদসংকুলান পথে অনামিকার মৃত্যু হবে।অথচ তোমার পরিচয় জানা হয়নি ……।তবু তুমি?জীবন নাট্যের নায়িকা অনামিকাকে ভুলে যেতে পারি আমি,না তা সম্ভব না হতে পারে না।
মরে গেলেও পারবো না।আমি তোমার নুর।নুর শুধু তুমি,তুমি অনামিকার হয়ে থাকবে চিরদিন।হ্যাঁ অবশ্যই।আদরের ভাষা …… ভালোবাসা।
Leave a Reply