সংবাদ সংশ্লিষ্টদের ঈদ উদযাপন নিয়ে মামুনুর রশিদ রাজের লেখা গল্প অবলম্বনে তরুণ পরিচালক শেখ সাদী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “অন এয়ার”।বুধবার সকাল দশটায় ইউটিউব চ্যানেল রঙিন সাম্পান এ এটি মুক্তি পায়।এতে মূল চরিত্রে অভিনয় করেছেন স্যাটেলাইট টেলিভিশন জিটিভির সংবাদ উপস্থাপক মামুনুর রশিদ রাজ।পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আরেক সংবাদ উপস্থাপক মুজাহিদ শিমুলসহ ইভানা,শারমিন,বাপ্পী,ইফতি,অলি ও অনলাইন রেডিও স্বদেশের আরজে সাইমুর রহমান।
পরিচালক শেখ সাদী জানান,মামুনুর রশিদ রাজ যিনি মূল চরিত্রে অভিনয় করেছেন,গল্পটা তার লেখা।
পেশাগত দায়িত্ব পালনে সদা ব্যস্ত সংবাদ উপস্থাপকের গল্প “অন এয়ার”। এতে ব্যাক্তিজীবনের আবেগকে পাশ কাটিয়ে পেশাগত দায়িত্ব পালনে সদা ব্যস্ত একজন সংবাদ উপস্থাপকের চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আশা করছি, ভিন্নধর্মী গল্পটি দর্শকদের ভালো লাগবে।“অন এয়ার”নিয়ে রাজ বলেন,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এটা আমার প্রথম কাজ।তবে আমার গল্পটাকে পরিচালক তার নির্মাণশৈলিতে ফুটিয়ে তুলতে নান্দনিকতার পরিচয় দিয়েছেন।এমনকি আমার গল্পটাকে বাস্তব রুপ দিতে নতুন হিসেবে আমাকে দিয়ে অভিনয়ের সাহস করেছেন,সেটা প্রশংসনীয়।তার টিমওয়ার্ক দুর্দান্ত।বেশ পরিশ্রমী,কাজ বুঝে পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেন।খুব উপভোগ করেছি কাজটা।আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে।আর টিমের সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি শেষ করেছে।এদিকে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বেশ কিছু প্রোমো প্রকাশ হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে প্রধান চরিত্রকে বেশকিছু লুকে দেখা গেছে যা নজর কেড়েছে দর্শকের।
Leave a Reply