আমি হারিয়েছি যারে
অনন্তকাল খুঁজেছি তারে।
বাঁশবনে কাশবনে শিশির ভেজা দুর্বা ঘাসে,
মেঘমালা তাঁরা রবি শশী চন্দ্রকলায়
তিমির রাতের জোনাকি,ঝি ঝির সুরে।
আর কতো জনম ফিরবো বহুরূপে
বকের পাখনায় শালিকের নীড়ে।
তরু পল্লব পদ্ম পাতায়,
শ্রাবণের বারি ধারায় কূল ভাঙ্গা তীরে।
তৃষ্ণার্ত মরু কাননে কান্নার জল হয়ে
অসূরের ধ্বংস লিলায় মহাকালের ভীড়ে।
আর কতকাল খুজিবো তারে
আমি হারিয়েছি যারে।।
Leave a Reply