নিঙড়ানো রসিকতা মোটেও পছন্দ নয় –
পারলে খাঁটি রসের পসরা বসাও।
অহেতুক তর্কবাগীশ হতে চাইনি কখনও,
ভুল করে ফসকে গেছে কিছু,
হয়তো সেটা অতর্কিতে অগ্নুৎপাত কিংবা টেলিভিশন সিরিজে থ্রিলার সিরিজ হবে।
সব টাই নাট্যমঞ্চে পরিবেশন।
না ভয়ংকর কিছুই নয়-আদিখ্যেতার রঙের ধোলাই চলবে,অহর্নিশি।
দু একবার নিঙড়ানো রসিকতায় গাঙচিলের ঝাঁকের পিছে ধেয়েছে কাক মন।
ঝটকায় চুবানো জল ঝাঁকিয়ে ফেলেছে নিজেই।
আর নয়-উপহাস
এখন বাকিটা পথ উপহারেই সমাপনীর ইঙ্গিত দিলাম,
বুঝলে বুঝবে,না বুঝলে বুঝো না,
সবটাই উজাড় করেই আজ উজানে বয়ে চলেছি,
এবার মুক্তির বার্তা নিয়ে
ইতিহাসের পাতায় স্বাধীন হতে চাই।
Leave a Reply