1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

এক হিমালয় কন্যা — হেনা রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৪৯ বার
আমাকে লিখতে দাও
এক হিমালয় কন্যার কথা
বিশ্বনন্দিত যার পিতা
সেই কন্যার জীবনের ইতিকথা
যার কর্মকাণ্ডে বিশ্ব নত করে মাথা,
পরম শ্রদ্ধা ভরে পরম ভালবাসায়।
যে আমার ‌‌মায়ের মতো,
বয়জ্যেষ্ঠ ভগ্নির মতো
একটানা এক যুগ ধরে
দেশকালপাত্র সকল সাম্প্রদায়িকতা ভুলে
দেশনেত্রী হয়ে করিছে শাসন, এই বাংলা।
কি আচানক ভাবে হারিয়ে গেল তার সর্বস্ব
মা-বাবা পরিবার-পরিজন সব হারা হয়ে গেলো
চোখের জলটি মোছাবার মত রইল না কেউ।
কি করুণ মনোবেদনায় জর্জরিত হলো
মহাকালের ইতিহাস।
সব ভুলেও ভুলিলো না প্রয়াত: পিতার কথা,
যার ব্রত ছিল বাংলার মানুষের অধিকার আদায়। অশ্রুসজল চোখে তাই পিতার দায়িত্ব পূরণের
দায়ভার কাঁধে নিয়ে,
সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিতে লড়ে চলেছেন। জীবন যতদিন ততদিন যেন
এমনই থাকেন তিনি।
পিতার স্বপ্ন সাধ, ক্ষুধা-তৃষ্ণা, বাসস্থান, শিক্ষা শান্তি
ফিরিয়ে আনবেন এই বাংলায়, গড়বেন সোনার-বাংলা।
সহস্র কন্ঠে ধ্বনিত হোক,
শেখ হাসিনার জয় হোক,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মনিপুরীপাড়া, ২২/০১/২০২১ ইং

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..