বহুদিন ধরে পূর্ণিমা দেখা হয় না তিতিরের। সুপার মুনও আর দেখার আগ্রহ জাগে না মনে।
একবার ভরা পূর্ণিমায় হৃদয় আলো করে এসেছিলো প্রেম। তমাল ছিলো সে প্রেমের সারথি। দুজনে মুখোমুখি বসেনি সেদিন। স্নিগ্ধ চাঁদের আলোয় তমাল যখন নদীর ধারে বসে তিতিরকে হৃদয়ের বারতা পাঠাচ্ছিল।তিতির তখন ভালো লাগার তীব্র অনুভূতির কথা লিখে যাচ্ছে ডায়েরির পাতায়। তখন মোবাইল ছিল না কোন।পরদিন তমালের উপস্থিতি জানান দিয়েছিল ওর ভাবনার আকাশ জুড়ে শুধু তিতির নামক একটি চাঁদমুখ।
এরপর আসে ঘোর অমাবশ্যা। তমাল পাড়ি জমায় বিদেশ বিভূঁইয়ে। তিতিরের অপেক্ষার প্রহর আর ফুরায় না। নেমে আসে জীবনের হতাশার কালরাত্রি। এখনও প্রহর গোনে তিতির তবে মৃত্যুর
এ জাতীয় আরো খবর..
Leave a Reply