তৃষার বিয়ে।বাবা নেই,মা এখনো বর্তমান।
বিয়ে বাড়ির আনন্দে কোথাও কমতি নেই।বিউটিশিয়ান সাজিয়ে দিচ্ছে তৃষাকে।দু’চোখ ভরে দেখে যাচ্ছে ছোটবোন অমানিশা।
একটি শব্দ কবুল বলেই বর পক্ষের তাড়া, নিয়ে যাবে তাদের বউকে। তৃষাও প্রস্তুত অজানাকে মেনে নিয়ে নতুন গন্তব্যে পা রাখার।
কনে বিদায়ের ক্ষণে কেঁদে উঠে তৃষার দু’চোখ।সাথে অমানিশারও।
মায়ের সকরুণ অমিত বানী -ভগ্নীপতির হাতে বোনের হাত….’আল্লাহর উপর সপর্দ করে তুলে দিলাম তোমার হাতে’
এ বানী বড় বেদনার, বড় করুন-কঠিন।
অমানিশা ভেবে চলে
এ বানী শুনতে পাবে কি?যেদিন সেও বোনের মত ওমন সাজবে, অন্য কারো জন্য।বিধাতা বাঁচিয়ে রাখবে তো মা নামের এই নেয়ামতকে?
২৪/০৫/’২১
এ জাতীয় আরো খবর..
Leave a Reply