আমিও একদিন অবহেলা করবো ভীষণ ভাবে তারপর তোমাকে প্রতিনিয়তই কাঁদাবো।
হাজারটা ফোন ম্যাসেজ দিলেও দেখেও না দেখার ভান করে মাসের খানিক পর উত্তর দিবো।
রাস্তার পাশে দেখেও না দেখার অভিনয় করবো, তুমি একটু কথার বলার জন্য পিছু ছুটবে।
আমিও একদিন অবহেলা করবো সেদিন শত চেষ্টা করেও সেই আগের আমিটাকে পাবে না।
আজ তুমি কাউকে পেয়ে অবহেলা করছো
অথচ এমন একদিন আসবে এই আমিটাকেই তুমি খুঁজবে খুব করে খুঁজবে।
হয়তো সেদিন আমার ফিরা হবে না
সেদিন বুঝতে পারবে কাউকে অবহেলা করলে তার ঠিক কিরকম অনুভব হয়।
একদিন অবহেলা পেতে পেতে তুমি ঠিক বুঝে যাবে। কাউকে কষ্ট দিলে সে কি রকম ভাবে রাতের ঘুম নষ্ট করে তোমার কথা ভেবে রাত পার করে, আর সকাল বেলা মিথ্যা হাসিতে নিজে ব্যস্ত রাখে।
তুমিও একদিন আমার অবহেলায় ডিপ্রেশনের মধ্যে তলিয়ে যাবে, আর আমি হাসির ছলে বলবো এইসব বাচ্চামি আবেগের কথা মনে রেখে কি জীবন চলে?
আমি তোমাকে তোমার মিথ্যে ভালবাসা দিয়ে তিলে তিলে শেষ করবো, যেমনটা আমি শেষ হয়ে ছিলাম।
আমার ঘুনে খাওয়া মনটা কতোবার তোমাকে পাশে চেয়ে ছিলো তুমি জেনেও আমাকে তুচ্ছ বলে তাড়িয়ে দিয়েছো।
সত্যি বলছি সুদে আসলে সব অবহেলা ফিরিয়ে দিবো।
যেনো প্রতি মুহুর্তের মাঝে আমার কথা ভাবো,
এটাই হবে আমার দেওয়া সেরা অবহেলা।
ভালোবেসেছি বলে কি আমি ক্ষমা করা ভুলে যাবো?
না এটা হতে পারে না। আমার ব্যক্তিত্ব, আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি বারবার তোমাকে ভালোবাসতে পারবে না।
এখন থেকে আমি নিজেকেই ভালোবাসবো, এটাই করা উচিত।
কখনও কখনও জীবনে কষ্ট করতে হয়, নিজেকে কষ্ট দিতে হয়। তা হলেই ভালো থাকা যায়।
মানুষের মতো বাঁচতে হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply