হাঁটুর ব্যথা একটি সর্বজনীন রোগ। অধিকাংশ মানুষই কোনো না কোনো বয়সে হাঁটুর ব্যথায় ভোগেন। হাটু ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। আঘাতজনিত, ক্ষয়জনিত এবং বাতজনিত। কারণ যাই হোক না কেনো, হাঁটু ব্যথায় দৈনিক জীবনযাত্রা কঠিন হয়ে যায়।
বর্তমান প্রেক্ষাপটে এরূপ সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যেমন, মিনিসকাস ইনজুরি, লিগামেন্ট ইনজুরি, অস্টিও-আর্থ্রাইটিস বা বাত। তীব্র ব্যথার কারণে রোগী চলাচল ক্ষমতা হারিয়ে ফেলে এমনকি নড়াচড়া করতেও কষ্ট অনুভব করে।
এ সকল সমস্যার জন্য সার্জারির বা স্টেরয়েড ইঞ্জেকশন এর বিকল্প হল স্টেমসেল ও পি-আর-পি চিকিৎসা। পাশাপাশি ওজন হ্রাস ও ব্যায়ামসহ দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন আনলে এই সমস্যা থেকে স্থায়ী নিরাময় পাওয়া সম্ভব।
হাটু ব্যাথার কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। শিওরসেল মেডিকেল এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে অর্থোপেডিক সকল সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রী পরামর্শ দিচ্ছেন।
ডাঃ এ কে এম মহিউদ্দিন।
অর্থোপেডিক ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ।
(অর্থোপেডিক স্টেম সেল ও পি আর পি চিকিৎসায় অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত)
এ্যাপয়েনমেন্ট নিতে কল করুন ০৯৬১২৬৬৭৭৭৭ অথবা ইনবক্স করুন।
(ফ্রী পরামর্শ সীমিত সময়ের জন্য)
Leave a Reply