1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

♪♪ অণুকাব্য♪♪ — ডিনা আফরোজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার
(১)
কিছুই চাইতে লাগেনা আমার ভালো।
যা পেয়েছি তাই নিয়ে আমি থাকি ভালো।
একটু আকাশ, অল্প বাতাস,
হালকা একটু রোদ,
মাঝে মাঝে বৃষ্টি পেলে
সরে যায় সব ক্ষোভ।
(২)
কথা দিয়েছিলাম
“থাকবো”…..
তাই তো এখনো আছি।
এরপর আর প্রত্যাশা রেখোনা।
আমি এখন, “সময়ের কাছে ক্লান্ত”।
(৩)
এলোমেলো থাকে যখন,
এই মন…..
কবিতারাও থাকেনা
পাশে তখন।
(৪)
হারিয়ে গেছে সবার মাঝে
কোথায় যেন আমার আমি।
তাইতো এখন সবার মাঝেও
অনেক একা, একলা আমি।
(৫)
বহুদিন পর আপন মানুষ
বহু পুরাতন কথা।
সেসব কথা সত্যি অতি
বাকী সব কল্পকথা।
(৬)
বন্ধু,
“তুমি কি করবে প্রতীক্ষা
আমার জন্য?”
আমি যে শেষ ট্রেনের যাত্রী।
(৭)
এই যে মানুষ,
মানুষের স্রোত।
আমার কিন্তু লাগে বেশ।
এই যে আমি রানওয়েতে
যাচ্ছি চলে অনেকদূরে।
(৮)
মনটা খারাপ হয়ে শুধু রয়।
যখন দেখি অহংকারের
হচ্ছে শুধু জয়।
জেনেও ছিলাম, মেনেও ছিলাম
অহংকারের পতন নাকি হয়।
(৯)
এতো অভিমানের নেই কিছু,
নেই কিছু এতো কষ্টের….
অবশেষে অর্থহীন সব,
মিলিয়ে যাবে শূন্য।
(১০)
ধরো আমি নিলাম নাহয় ছুটি,
ফিরবো কবে জানিনা তার কিছু।
তুমি তখন গুছিয়ে সব রেখো
স্বপ্নগুলো তোমার করে দেখো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..