1. banglamailnews72@gmail.com : banglamailnews : Zakir Khan
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

★★★আকাঙ্খা★★★ ফারহানা হৃদয়িনী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার

আমি লিখতে চাই এক প্রতিবাদী ঝড় তোলা কবিতা,
যাতে প্রস্ফুটিত হবে বাঙালী নারীর,
অব্যাক্ত ভাবনার ছবিটা।
এক গভীর ব্যাথা লুকিয়ে আছে,
বাঙালী নারীর হৃদয় মাঝে।
জাগো, জাগো, জাগো,
জাগো __হে নারী,
দেখিয়ে দেব আজ আমরাও পারি।
বিন্দু থেকে আজ সিন্ধু হবো,
হাত বাড়িয়ে সূর্য ছোঁব।
অত্যাচারীর হাত গুড়িয়ে দেব,
অন্যায় অপবাদ না আমরা সইবো,
নব চেতনায় জাগো____
সু-শিক্ষার প্রদ্বীপ জ্বালো,
ঘুচিয়ে দেব আঁধার কালো।
ঘরে ঘরে গড়ে তুলবো বিদ্রোহ,
অত্যাচার, ব্যাভিচারের বিরুদ্ধে লড়বো,
আত্মোউন্নয়নের মাধ্যমে নতুন ঠিকানা গড়বো।
অবলা নারী হয়ে থাকবো না আর,
সহ্য করবো না সামাজিক অবিচার।
স্বাধীকার আজ ছিনিয়ে নেবো,
স্বাধীন দেশে, বলো আমরা কবে স্বাধীন হবো?
May be an image of 1 person and text that says "'ভগিনীরা চক্ষু রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হউন সকলে সমস্বরে বলো আমরা মানুষ। পুরুষের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা আমাদের লক্ষ্য তাহাই। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরুপ?' নারী জাগরণের অগ্রদূত, সমাজচিন্তক রোকেয়া সাখাওয়াত হোমেনের প্রতি শ্রদ্ধা বাংলাদেশ মহিলা পরিষদ"

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..