এমনই আলোয়
উজ্জ্বলিত ছিল
সে “ঈদ”
এমনই রঙে রঙিন ছিল সে দিন।
সকাল,দূপুর গড়িয়ে যখন বিকেল,
আঁখির কোনে জল ছলছল,
হায়রে আমার ঈঁদ,
তোমার যাবার সময় বুঝি হলো।
এখন সময় এমন যে—
ঈদ” আসে নাকো মনে,
করে নাকো কেউ
কোলাহল, ঈঁদ ঈঁদ করে,,
মন ভরে নাকো আার
অতিথি আপ্যায়নে।
এখন সময় এমন যে, জ্বালিয়ে রাখি বাতি
আমায় না দেখে সে ঈদ ফিরে যায় যদি!
এ জাতীয় আরো খবর..
Leave a Reply