হে স্বাধীনতা তুমি তো মুক্ত বিহঙ্গের মত!
তোময় দেখার সাধ হয় কত?
তুমি তো শৃঙ্খল মুক্ত উড়ন্ত খগের ডানার মত!
তুমি তো নির্ভয়ে ব্রত।
তুমি তো বাঁধাহীন গ্লানিহীন রাতের আকাশে তারার মত!
তুমি তো জুলুমের প্রতিবাদের দু-হাত।
তুমি তো শাণিত তরবারির আঘাত।
হে স্বাধীনতা তুমি তো শোষণের শাণিত ধার!
তুমি তো সরলতায় কুমারীর গলার হার,
তুমি তো দিকহীন দিকে অধিকারে ছুটে চলা!
তুমি তো তোমার প্রাপ্তি-বিঘ্নে অব্যক্ত কথা বলা,
তুমি তো বৈষম্যে সমতার গান,
তুমি তো ছেলে কিংবা মেয়ে উভয়ের প্রতিদান।
হে স্বাধীনতা তোমাকে পাবার আশায় আজও পথ চেয়ে রয়,চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকা অসহায় সেই মা,
শ্রমে-ঘামে ক্লান্ত কিষান,মজুর,
ছোট্ট সেই ক্ষুধার্ত পথশিশু লেখা!
হে স্বাধীনতা, হবে কি?তোমার সাথে তাদের কখনো দেখা?
এ জাতীয় আরো খবর..
Leave a Reply